নববর্ষ উপলক্ষ্যে চীনের গণ-রাজনৈতিক পরামর্শ কমিটির চা পার্টি বেইজিংয়ে অনুষ্ঠিত; সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ ভাষণ
  2017-12-29 18:23:43  cri
ডিসেম্বর ২৯: ইংরেজি নববর্ষ ২০১৮ উপলক্ষ্যে আজ (শুক্রবার) চীনের গণ-রাজনৈতিক পরামর্শ কমিটির চা পার্টি বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংসহ শীর্ষস্থানীয় নেতা ও বিভিন্ন মহলের প্রতিনিধি এ সম্মেলনে উপস্থিত ছিলেন। চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং এতে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন।

ভাষণে প্রেসিডেন্ট বলেন, নতুন যুগে চীনা বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক চিন্তাধারা ইতোমধ্যে কাজে লাগানো হয়েছে। ২০১৭ সাল সিপিসি ও দেশের উন্নয়নের জন্য মাইলফলক। চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্র বিভিন্ন খাতে নতুন অগ্রগতি অর্জন করেছে। ২০১৮ সালে সিপিসি'কে কার্যকরভাবে ঊনবিংশ জাতীয় কংগ্রেসের চেতনা কাজে লাগাতে হবে। নতুন যুগে চীনা বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক চিন্তাধারা অনুসারে স্থিতিশীল প্রবৃদ্ধি এগিয়ে নেওয়া, সংস্কার জোরদার করা, কাঠামো সমন্বয় করা, জীবিকা উন্নত করা এবং ঝুঁকি প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের উন্নয়ন সার্বিকভাবে এগিয়ে যাবে বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট সি।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040