রোগি মারা নয়, রোগী-বাঁচানোর ডাক্তার চাই: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2017-12-28 18:50:55  cri
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মেডিক্যাল কলেজগুলো থেকে যেন রোগী-মারা নয়, রোগী বাঁচানোর ডাক্তার বের হয় সেদিকে সংশ্লিষ্ট সবাইকে খেয়াল রাখতে হবে।

বৃহস্পতিবার নিজ কার্যালয়ে ৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, একটি পার্বত্য জেলা সদর হাসপাতাল ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কর্মকর্তাদের হাতে মোট ৭টি অ্যাম্বুলেন্সের চাবি তুলে দিয়ে এ আহ্বান জানান তিনি। পর্যায়ক্রমে দেশের সবগুলো স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স দেয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী। আর দ্বীপ ও হাওরাঞ্চলে নৌ-অ্যাম্বুলেন্সের মাধ্যমে চিকিৎসা দেয়া হবে। এ সময় প্রধানমন্ত্রী উপজেলা পর্যায়ে যে সব ডাক্তার কর্মস্থলে উপস্থিত থাকেন না তাদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, তাহলে তাদের চাকরিও থাকবে না।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040