বাংলাদেশের রেলপথ সংস্কার প্রকল্পে সহায়তা করবে চীন
  2017-12-28 18:46:45  cri
ডিসেম্বর ২৮: বাংলাদেশ রেলওয়ের সঙ্গে রেল সংস্কার প্রকল্পে চুক্তি স্বাক্ষর করেছে চীনের রেলওয়ে নির্মাণ সেতু প্রকৌশল ব্যুরো। এ চুক্তির পরিমাণ ১৫৪.৫ কোটি মার্কিন ডলার।

চীনের রেলওয়ে নির্মাণ সেতু প্রকৌশল ব্যুরোর মহাপরিচালক উ চিয়ান সুন ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: আমজাদ হোসেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় রেল খাতে এই প্রকল্প শুরু হবে। এর দক্ষিণে আখাউরা ও উত্তরে সিলেট। রেল পার্শ্ববর্তী অঞ্চলে প্রচুর সমৃদ্ধ সম্পদও রয়েছে। প্রকল্পের মোট দৈর্ঘ্য ১৭৬ কিলোমিটার। প্রকল্পের মেয়াদ ৪ বছর ৬ মাস।

এই প্রকল্প দুটি ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে। প্রথমত, বাংলাদেশে চীনা রেলের প্রযুক্তিগত মানদণ্ড সুষ্ঠুভাবে কাজে লাগানো এবং দুদেশের জ্বালানি উত্পাদন খাতে সহযোগিতা এগিয়ে নেওয়া। দ্বিতীয়ত, নির্মাণকাজের সময় স্থানীয় অধিবাসীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040