শ্রীলংকার কলম্বো বন্দরে ৬০ লাখ কন্টেইনার ব্যবস্থাপনার আওতায় আসবে
  2017-12-27 18:21:15  cri
ডিসেম্বর ২৭: শ্রীলংকার কলম্বো বন্দরে ৬০ লাখ মালবাহী কন্টেইনার ব্যবস্থাপনা করা হবে। এ ব্যবস্থাপনা প্রক্রিয়ায় পুঁজি বিনিয়োগ করেছে চীন। চলতি বছর কলম্বোর দক্ষিণ বন্দরে সাড়ে ২৩ লাখ কন্টেইনার ব্যবস্থাপনা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

শ্রীলংকার বন্দর পরিবহনমন্ত্রী মাহিন্দা সামারাসিংহে গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে বলেন, সরকার ও সামাজিক সম্পদ সহযোগিতা সফল হওয়ায় এমন সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।

কলম্বোর দক্ষিণ বন্দরটি চীন ও শ্রীলংকার '২১ শতকের সামুদ্রিক রেশম পথ' সহযোগিতার একটি প্রকল্প। এতে ৫৫ কোটি মার্কিন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। ২০১৪ সাল থেকে এ কার্যক্রম শুরু হয়।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040