চীন-পাক অর্থনৈতিক করিডোর যথাযথ উপায়ে আফগানিস্তানের দিকে বিস্তৃত করতে চায় চীন ও পাকিস্তান
  2017-12-27 14:07:56  cri
ডিসেম্বর ২৭: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (মঙ্গলবার) আফগান পররাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন রব্বানী ও পাক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফের সঙ্গে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, চীন ও পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে পারস্পরিক কল্যাণ ও উভয়ের জন্য কল্যাণকর মনোভাব নিয়ে সক্রিয়ভাবে চীন-পাক অর্থনৈতিক করিডোর যথাযথ উপায়ে আফগানিস্তানের দিকে বিস্তৃত করতে চায়।

ওয়াং ই বলেন, কার্যকর হওয়া থেকে ৪ বছরের বেশি সময়ে করিডোরটি পাকিস্তানের অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সুষ্ঠু অর্থনৈতিক ও সামাজিক কার্যকারিতা অর্জন করেছে এবং আঞ্চলিক আন্তঃযোগাযোগ ত্বরান্বিত করার জন্য গুরুত্বপূর্ণ সুযোগ সরবরাহ করেছে। চীন-পাক অর্থনৈতিক করিডোর কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয়, এটি বরং তৃতীয় পক্ষ এমনকি পুরো অঞ্চলের জন্য কল্যাণ সৃষ্টি করতে চায়।

তিনি আরো বলেন, আফগানিস্তান চীন ও পাকিস্তানের গুরুত্বপূর্ণ প্রতিবেশী। দেশটির অর্থনৈতিক উন্নয়ন এবং জীবিকা উন্নত করার জরুরি ইচ্ছা আছে। তিন পক্ষ রাজী হয়েছে যে, তারা অভিন্ন চেষ্টা চালিয়ে "এক অঞ্চল, এক পথ" কাঠামোয় আরো ব্যাপক আন্তঃযোগাযোগ ত্বরান্বিত করে, অঞ্চলের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য অবদান রাখবে।

প্রেমা/টুটুল

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040