উইচ্যাট আইডি কার্ড
  2017-12-27 12:09:23  cri



চীনা মানুষের জন্য পরিচয় পত্র অর্থাত্ আইডি কার্ড খুব গুরুত্বপূর্ণ একটি পত্র। হোটেলে চেক ইন, অভ্যন্তরীণ ফ্লাইট ও বাসা ভাড়াসহ নানা পরিস্থিতিতে সংশ্লিষ্টদের আইডি কার্ড দেখাতে হয়। কিন্তু যখন অন্যদের আইডি কার্ড দেখানো হয়, তখন যারা পাশে থাকেন, তারা হয়তো সব ব্যক্তিগত তথ্য দেখতে বা জানতে পারেন বলে এটা বিপজ্জনক একটি ব্যাপার।

যদি এমন একটি কার্ড থাকে, যেখানে সব তথ্য পাওয়া যাবে, তবে অন্যরা কিছুই দেখতে বা বুঝতে পারবে না, সেটা কতই না ভাল হবে, তাইনা?

২৫ ডিসেম্বর কুয়াং তুং প্রদেশের কুয়াং চৌ শহরে চীনে প্রথম বারের মতো উইচ্যাট আইডি কার্ড দেখা যায় এবং ২৬ ডিসেম্বর বিকেল পর্যন্ত অর্থাত্ একদিনের মধ্যে ৩০ হাজারেরও বেশি মানুষ এমন আইডি কার্ডের আবেদন করেন।

কুয়াং চৌ পুলিশ কর্তৃপক্ষের একজন কর্মকর্তা জানিয়েছেন, গণ নিরাপত্তা মন্ত্রণালয়ের গবেষণালয়ের উদ্যোগে প্রথম এ অনলাইন আইডি কার্ড প্রকল্প চালু হয় এবং কুয়াং চৌ পুলিশ বিখ্যাত ইন্টারনেট কোম্পানি টেনসেন্টের সহযোগিতায় উই চ্যাট আইডি কার্ড বের করে এবং কুয়াং তুং প্রদেশে তা পরীক্ষামূলকভাবে চালু করে।

যখন নাগরিকরা উই চ্যাট আইডি কার্ডের জন্য আবেদন করবেন তখন তাদের নিজের সঠিক নাম, আইডি কার্ড নম্বর দিতে হবে। তারপর মোবাইল দিয়ে নিজের মুখের ছবি তুলে আপলোড করতে হবে। আপনার আইডি কার্ডের ছবি ও সদ্য তোলা ছবি একটি সিস্টেমের মধ্য দিয় তুলনা করা হবে। ম্যাচ হলে বা মিলে গেলে আপনি পাবেন একটি উই চ্যাট আইডি কার্ড। তারপর যখন আপনি আইডি কার্ড দেখাবেন তখন উই চ্যাটে এ ইলেকট্রনিক পত্র ব্যবহার করতে পাবেন।

উদাহরণ হিসেবে বলা যায়, যখন আমরা হোটেলে চেক ইন করি তখন কর্মীদের আমাদের আইডি কার্ড দেখাই এবং তারা আমাদের ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে বা অন্যদের জানাতে পারে। তবে যদি উই চ্যাট আইডি কার্ড ব্যবহার করি তাহলে এমন সমস্যা হবে না। আমরা মোবাইল ফোন দিয়ে হোটেলের একটি 'কিউআর কোড' স্ক্যান করলে আমার ব্যক্তিগত তথ্য হোটেলকে জানানো হবে, তারপর হোটেল আমার উইচ্যাট আইডি কার্ডকে স্ক্যান করলে আমার পরিচয় নিশ্চিত করতে পারবে। এ প্রক্রিয়ায় হোটেল আমাদের কোনো ব্যক্তিগত তথ্য দেখতে পারবে না, শুধুমাত্র আমাদের পরিচয় নিশ্চিত করতে পারবে।

বর্তমানে শুধু কুয়াং তুং প্রদেশের নাগরিকরা মোবাইল ফোনের মাধ্যমে উইচ্যাট আইডি কার্ডের জন্য আবেদন করতে পারেন। কুয়াং তুংয়ের বাইরে যারা এমন কার্ড আবেদন করতে চান তাদেরকে কুয়াং তুং পুলিশের অনুমোদিত ৪৮টি রিসেপশনে যেতে হবে।

আগে বলা হয়েছে যে, মুখের স্ক্যান ও তুলনা সব কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বাস্তবায়ন হয় এবং তার ত্রুটি হার মাত্র ১০ লাখের মধ্যে এক।

আমরা যখন আইডি কার্ড হারাই তখন পুলিশ স্টেশনে গিয়ে নতুন একটি করতে হয়। এতে বেশ সময় লাগে এবং যারা আমাদের আইডি কার্ড পিক করে বা চুরি করে তারাও আমাদের কার্ড ব্যবহার করে অপরাধ করতে পারে। উইচ্যাট আইডি কার্ড ব্যবহার করলে এমন সমস্যা হবে না। মোবাইল ফোন হারিয়ে গেলে যে কোনো একটি ফোনে উইচ্যাট লগইন করে নিরাপত্তার জন্য ওই কার্ডটি বাতিল করতে পারি। (শিশির/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040