চীনা ও পাক পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত
  2017-12-27 10:42:56  cri
ডিসেম্বর ২৭: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (সোমবার) বেইজিংয়ে সফররত পাক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফের সঙ্গে সাক্ষাত করেছেন।

খাজা আসিফ প্রথমবারের মতো চীন-আফগানিস্তান-পাকিস্তান ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দিতে এখন বেইজিংএ অবস্থান করছেন।

সাক্ষাতকালে ওয়াং ই আসিফের প্রথমবারের মত আয়োজিত এই বৈঠকে যোগদানকে স্বাগত জানান। তিনি বলেন, চীন বরাবরই পাকিস্তানকে কূটনৈতিক সম্পর্কের অগ্রাধিকারে রাখে। তাছাড়া, পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে রাজনৈতিক আস্থা বৃদ্ধি, অভিন্ন স্বার্থ অর্জন এবং অভিন্ন নিরাপত্তা সুরক্ষা এবং জনগণের হৃদয়ের সংযুক্তি জোরদার এ চারটি স্তম্ভ মজবুত করার পাশাপাশি দুদেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব সুসংবদ্ধ করতে ইচ্ছুক।

ওয়াং ই আরও বলেন, পাকিস্তান ও আফগানিস্তান উভয়ই চীনের ভালো বন্ধু। পাকিস্তান ও আফগানিস্তানের সফল বৈঠকের প্ল্যাটফর্ম যোগানোর জন্য চীন ত্রিপক্ষীয় বৈঠকের উদ্যোগ গ্রহণ করেছে। তিন রাষ্ট্রের যৌথ প্রচেষ্টায় এই বৈঠক সফল হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেছেন।

জবাবে আসিফ বলেন, চীন পাকিস্তানের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার এবং নির্ভরযোগ্য বন্ধু। পাকিস্তান চীনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয় জোরদার করতে এবং দু'দেশের শীর্ষ নেতাদের পৌছানো মতৈক্য বাস্তবায়ন করতে ইচ্ছুক। পাকিস্তান গঠনমূলক দৃষ্টিভঙ্গিতে পররাষ্ট্রমন্ত্রীদের ত্রিপক্ষীয় বৈঠকের সাফল্য ত্বরান্বিত করতে ইচ্ছুক।

(রুবি/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040