আজকের টপিক: ২০১৭ সালে চীনের সবচেয়ে আকর্ষণীয় কিছু ঘটনা
  2017-12-26 14:54:47  cri

দেখতে দেখতে শেষ হয়ে এলো ২০১৭ সাল। আর মাত্র কয়েকদিন পরই শুরু হবে নতুন বছর। আমাদের আজকের টপিক অনুষ্ঠানে দেখতে চাই, ২০১৭ সালে চীনে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে? ইন্টারনেট ব্যবহারকারীরা কি কি খবরের ওপর বেশি মনোযোগ দিয়েছে? কি ধরনের ঘটনা সবার মনে গভীর প্রভাব ফেলেছে আর কি ধরনের অনুভূতি সবার মনকে গভীর স্পর্শ করেছে। আজকের অনুষ্ঠানে এ বিষয় নিয়ে একটু আলোচনা করবো।

দেশ, বিদেশ, বিজ্ঞান প্রযুক্তি, বিনোদন ও বিখ্যাত ব্যক্তিসহ বিভিন্ন দিক থেকে মোট ১৮০টি টপিক সংগ্রহ করা হয়েছে এ তালিকা তৈরি করার জন্য। এগুলোকে 'চীনের গর্ব', 'এআই', 'জনগণের যুগসংক্রান্ত ব্যাপক উদ্বেগ' ও 'নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম'-এ চারটি ধারণায় ভাগ করা হয়েছে।

চীনের গর্বের এর মধ্যে রয়েছে চীনের স্বয়ংক্রিয় গবেষণায় নির্মিত সি ৯১৯ যাত্রীবাহী বিমান, চীনের 'এক অঞ্চল, এক পথ' শীর্ষ ফোরাম, চীনের সিয়োং'আন এলাকার প্রতিষ্ঠা এবং সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের সফল আয়োজন ইত্যাদি। সি ৯১৯ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন ব্যাপকভাবে বিশ্বের মনোযোগ আকর্ষণ করে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে শাংহাইতে প্রথমবারের মতো এ বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়। ভবিষ্যতে সি ৯১৯ বিমানটি বোয়িং, এয়ারবাসসহ বিভিন্ন বড় বিমান কোম্পানির সাথে প্রতিযোগিতা করবে এবং বিশ্বের বৃহত্তম বাজার চীনও সংশ্লিষ্ট প্রক্রিয়াকরণ শিল্পের উন্নয়নে আরো বেশি অবদান রাখবে।

তাছাড়া, চীনের ফুশিং দ্রুতগতির ট্রেন, চীনের তৈরি বিমানবাহী জাহাজ ও চীনা নতুন ধানের আবিষ্কারক ইউয়ান লুং পিংয়ের নতুন গবেষণাকে বিজ্ঞান ও প্রযুক্তি খাতের নতুন সাফল্য হিসেবে আখ্যায়িত করা হয়। চীনের উদ্ভাবন ও সৃজনশীলতা বিশ্বের শীর্ষস্থানে অবস্থিত।

২০১৭ সালে চীনা নাগরিকদের মানসিক অবস্থা বিবেচনা করে বোঝা যায়, ইতিবাচক অনুভূতিসহ কিছু নেতিবাচক অনুভূতি বা উদ্বেগও আছে। যারা ১৯৮০ সালের পর জন্মগ্রহণ করেন, তাদের জীবনযাপনে মধ্যযুগীয় সংকট ব্যাপকভাবে দেখা যায়। যারা ১৯৯০ সালের পর জন্মগ্রহণ করেন, তারাও আত্ম-বিনয়ীভাবে নিজের চুল পড়ার উদ্বেগ প্রকাশ করে। জীবনযাপনের গতি অতীতকালের চেয়ে অনেক দ্রুত হয়েছে, তাই মধ্যযুগের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা যায়। অনেকে মনে করে ১৯৯০ সালের পর জন্মগ্রহণ করা যুবকদের কোনো দুঃখের ব্যাপার নেই, তবে তারাও চাকরির চাপ ও বড় হওয়ার সংকটের সম্মুখীন হয়। যারা সত্যি মধ্যযুগে প্রবেশ করে তারাও বাচ্চার যত্ন নেওয়া, বয়স্ক বাবা মাকে দেখাশোনা করা এবং অফিসে চাকরির বড় চ্যালেঞ্জের সম্মুখীন হবার কারণে অনেক উদ্বিগ্ন।

তাহলে কেন ব্যাপক উদ্বেগ ও আত্ম-বিনয়ী দেখা যায়? এ সম্পর্কে ব্রিটিশ অর্থনীতিবিদ আলান বোটদন 'পরিচয়ের উদ্বেগ' বইটিতে লিখেছেন, নতুন অর্থনীতির স্বাধীনতা কোটি কোটি চীনার ধনী জীবনযাপন সৃষ্টি করেছে। তবে সমৃদ্ধ অর্থনীতির প্রেক্ষাপটে পশ্চাত দেশের কয়েক শতাব্দী ধরে সম্মুখীন সমস্যাও চীনে প্রচলিত হয়েছে। তা হলো পরিচয়ের উদ্বেগ। এ উদ্বেগ হয়তো উত্সর্গ, চিন্তা ও অন্যদের দৃষ্টির সাথে জড়িত, আত্ম-বিনয়ীর মধ্য দিয়ে নিজকে ঠিকভাবে দেখা আর মানসিক অবস্থার সমন্বয় করে আত্মশাসন বাস্তবায়ন করা সক্ষম।

আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ 'এআই' বা 'কৃত্রিম বুদ্ধিমত্তা'। ২০১৭ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাপক প্রচলিত হয়েছে। চালকবিহীন গাড়ি চীনের পঞ্চম রিং রোডে চালু হয়েছে, এআই স্পিকার ব্যাপক বিক্রি হয়েছে, প্রথম এআই-ট্রেন চলাচল হয়েছে, বিজ্ঞান প্রযুক্তিবিষয়ক চলচ্চিত্রের জিনিসপত্র বর্তমানে চীনাদের আধুনিক জীবনযাপনের এক অংশে পরিণত হয়েছে।

আসন্ন এআই যুগের কারণে ব্যবসা একটি নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে। ভবিষ্যতে অনেক চাকরি এআই রোবটের মাধ্যমে করা সম্ভব। যদি নতুন যুগে নিজের দক্ষতা না বাড়ানো যায় তাহলে সহজেই রোবটের কাছে পরাজিত হতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম:

দ্রুত জীবনযাপনের গতির কারণে সোশাল মিডিয়ায় নেটিজেনরা অক্ষর ও অডিও তথ্য প্রচারের সাথে সাথে বিভিন্ন অভিব্যক্তি পাঠাতে পছন্দ করে। নিয়মিতভাবে পরিচিত লোকদের সঙ্গে কথাবার্তা না বললেও অভিব্যক্তি পাঠানো হয়ে থাকে। অনেক লাভলি অভিব্যক্তি দিয়ে ইন্টারনেটে কথাবার্তায় মজা করা যায়।

এখন ২০১৭ সালে চীন ও বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় কিছু ঘটনার কথা উল্লেখ করছি। প্রথমেই চীনের ঘটনা:

সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের আয়োজন, 'এক অঞ্চল, এক পথ' শীর্ষ ফোরামের উদ্বোধন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর, ২০১৭ সালের 'দুই অধিবেশন', চীনের হোবেই প্রদেশের সিয়োং'আন নতুন এলাকা স্থাপন, সিছুয়ান প্রদেশের চিউচাইকৌ ভূমিকম্প, চীনের স্বয়ংক্রিয় সি ৯১৯ যাত্রীবাহী বিমানের প্রথম সফল উড্ডয়ন ইত্যাদি।

আন্তর্জাতিক ঘটনার মধ্যে আছে, ফরাসি নতুন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকখোঁর শপথগ্রহণ, স্বাধীনতা দিবসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ, দক্ষিণ কোরিয়ায় 'থাড' মোতায়েন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হুইয়ের অভিযুক্ত হওয়া, আইএসের মসজিদে হামলা, মার্কিন লাসভেগাসে গুলিবর্ষণ, জার্মান চ্যান্সেলার হিসেবে অ্যাঙ্গেলা মার্কেলের চতুর্থবারের মতো নির্বাচিত হওয়া ও ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া ইত্যাদি।

সময় দ্রুত চলে যায়, ২০১৭ সালও আমাদের কাছ থেকে বিদায় নেবে। এক বছরে প্রত্যেকের জীবনযাপনে অনেক পরিবর্তন ঘটেছে। আজকের অনুষ্ঠানের তালিকা দেখার পর অনেকে অবশ্যই মুগ্ধ হবেন, কারণ আমরা এই সময়ের অনেক সুন্দর ঘটনার সাক্ষী।

সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। নতুন বছরে নতুন নতুন আবিষ্কার মানুষের জীবনে অনেক কল্যাণ বয়ে আনবে, এই প্রত্যাশা আমাদের। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040