সাহিত্য ও সংস্কৃতি, ২৬ ডিসেম্বর ২০১৭
  2017-12-26 12:22:44  cri
সাহিত্য ও সংস্কৃতি, ২৬ ডিসেম্বর ২০১৭

বন্ধুরা, অবশেষে পর্দা ওঠছে বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসবের গত কয়েক বছর ধরে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসা এ আয়োজনটি নিয়ে খানিকটা অনিশ্চয়তা তৈরি হওয়ার পর আগামীকালই শুরু হচ্ছে এ উৎসব। বনানির আর্মি স্টেডিয়ামে পাঁচ দিন ব্যাপী চলবে এ উৎসব।

 

উচ্চাঙ্গ সঙ্গীতে দেশী বিদেশী অনেক নাম করা শিল্পীর উপস্থিতির কথা জানিয়েছেন আয়োজকরা। এদের মধ্যে আছেন, ভারতের প্রখ্যাত বেহালা বাদক ড. এল সুব্রামানিয়াম। বন্ধুরা, ইতালির অষ্টাদশ শতাব্দীর সেরা বেহালাবাদক নিকোলো পাগানিনির সঙ্গেই তুলনা করা হচ্ছে সুব্রামানিয়ামকে। তাঁর বেহালার সঙ্গে এবারই প্রথম আসছে গোটা এক অর্কেস্ট্রা। আস্তানা সিম্ফনি ফিলহারমনি অর্কেস্ট্রার সঙ্গে ধ্রুপদী পরিবেশনা উপভোগের প্রত্যাশা সঙ্গীত প্রেমীদের।

আরও আসছেন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মবিভূষণপ্রাপ্ত শিল্পী পণ্ডিত যশরাজ। ঢাকার উচ্চাঙ্গ আসরে এটি হবে তাঁর প্রথম পরিবেশনা। যশরাজের কণ্ঠের গান শোনার জন্য ব্যাকুল সমজদার শ্রোতাদের জানিয়ে রাখি তিনি গান গাইবেন উৎসবের চতুর্থ দিন।

গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী ঘটম বাদক বিদ্বান বিক্কু বিনায়করাম থাকবেন এ আসরে। উৎসবের তৃতীয় দিন তিনি হাজির হবেন তাঁর পরিবেশনা নিয়ে।

উৎসবের শেষ দিন মঞ্চে আসবেন আরেক গ্র্যামি জয়ী মোহন বীনা বাদক পণ্ডিত বিশ্বমোহন ভাট। নানা ধরনের ফিউশন করে বিশ্বব্যাপী সুনাম কুড়িয়েছেন তিনি।

এ ছাড়া এই উৎসবে থাকবে ওস্তাদ রশিদ খান, পণ্ডিত অজয় চক্রবর্তী, উলহাস কাশালকার, কৈবল্যকুমার গুরভ ও বিদুষী পদ্মা তালওয়ালকারের খেয়াল পরিবেশনা। পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার বাজাবেন সরোদ। থাকবে সুজাতা মহাপাত্রের ওডিশি নাচ। উৎসব শেষ হবে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশি দিয়ে।

 

বন্ধুরা, গতকাল ২৫ ডিসেম্বর ছিল বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন-বিটিভির ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী। অন্যতম স্থানীয় বেসরকারী টেলিভিশন চ্যানেল চ্যানেল আই তাঁদের কার্যালয়ে বর্ণিল এক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তথ্য মন্ত্রী হাসানুল ইনু, বিটিভির মহা পরিচালক এস এম হারুনুর রশিদ এবং চ্যানেল আই এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

এছাড়া, বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বদের অনেকে অনুষ্ঠানে অংশ নেন। তাঁরা বাংলাদেশের বেসরকারী টেলিভিশন চ্যানেলের বিকাশ এবং রুচিশীল অনুষ্ঠান নির্মাণে বিটিভির ভূমিকার প্রশংসা করেন।

২০১৭ সাল জুড়েই ছিল ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কেন্দ্র বলিউড তারকাদের বিয়ের খবর। তাঁদের মধ্যে কেউ বিয়ের সংবাদ নিয়ে লুকোচুরি করেছেন, কেউ আবার ঢাকঢোল পিটিয়ে দিয়েছেন বিয়ের ঘোষণা। তবে, প্রায় সব কটি বিয়ের আয়োজনই ছিল জমকালো। বলিউডে বছরের সবচেয়ে আলোচিত কয়েকটি বিয়ের তথ্য এখন আপনাদের জানাব-

 

চুপিচুপি অনেক দিন প্রেম করার পর নিজেদের সম্পর্ককে প্রকাশ্যে আনেন বলিউড তারকা আনুশকা শর্মা ও ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। অবশেষে ১১ ডিসেম্বর ইতালির তাসকেনি প্রদেশের ফ্লোরেন্সে এক ঐতিহ্যবাহী রিসোর্টে বিরাট কোহলির সঙ্গে গাঁটছড়া বাঁধেন আনুশকা শর্মা। বিয়ের পর টুইটারে একটি যৌথ বিবৃতিতে নবদম্পতি বলেন, 'আজ আমরা দুজন একে অন্যের সঙ্গে সারা জীবন ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকার প্রতিজ্ঞা করেছি।' বলা যায় এটি ছিল ২০১৭ সালে বলিউডের সবচেয়ে আলোচিত বিয়ের অনুষ্ঠান

গুয়াহাটির ছেলে ব্যবসায়ী অর্জুন দেবের সঙ্গে দীর্ঘদিন প্রেমের পর এ বছর গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নেন নায়িকা পাওলি দাম। ভারতের বাংলা ও হিন্দি সিনেমার আলোচিত নায়িকা পাওলি দাম ৪ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন। বাঙালি ঐতিহ্যবাহী ঢঙেই বিয়ের সব অনুষ্ঠানের আয়োজন করেছিলেন পাওলি। বাংলাদেশের দর্শক পাওলিকে প্রথম দেখেন যৌথ প্রযোজনার চলচ্চিত্র 'মনের মানুষ'-এ। পরে বাংলাদেশের নির্মাতা হাসিবুর রেজা পরিচালিত 'সত্তা' ছবিতে তিনি অভিনয় করেন ঢাকার চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে।

এ বছর মে মাসে বলিউড তারকা সাগরিকা ঘাটগেকে বিয়ের প্রস্তাব দেন সাবেক ক্রিকেট তারকা জহির খান। সাগরিকাও প্রেমিকের দেওয়া হীরার আংটি গ্রহণ করে সেই প্রস্তাবে সম্মতি জানান। সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেওয়ার আগে এই তারকা জুটি প্রেম করেছেন টানা দুই বছর। গত ২৩ নভেম্বর ভারতীয় ক্রিকেটার জহির খানকে বিয়ে করেন 'চাক দে ইন্ডিয়া' ছবির তারকা সাগরিকা ঘাটগে।

ভারতের প্রয়াত গায়ক মুকেশের নাতি ও বলিউড নায়ক নীল নিতিন মুকেশ গত ৯ ফেব্রুয়ারি ভারতের উদয়পুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রেমিকা রুক্মিণী সাহাইকে বিয়ে করেছেন। তিন দিনের বিরাট আয়োজনে ছিল হলুদ, মেহেদি ও সংগীতের অনুষ্ঠান। নীল 'নিউইয়র্ক', 'সাত খুন মাফ', 'ওয়াজির'সহ কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করেছেন।

অনুষ্ঠান শেষ করব একটি শোক সংবাদ দিয়ে। অভিনেতা সঙ্গীত শিল্পী পার্থ মুখোপাধ্যায় ইহলোক ত্যাগ করেছেন।

গতকাল কলকাতার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। পারিবারিক সুত্রে জানা গেছে দীর্ঘ দিন তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন।

১৯৪৭ সালের ২১ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এম কম ডিগ্রী লাভ করেন।

১৯৫৬ সালে পরিচালক চিত্ত বসুর 'মা' ছবিতে শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্র জগতে পার্থ মুখোপাধ্যায়ের অভিনয় শুরু। এর পর তিনি 'ধন্যি মেয়ে' 'অগ্নীশ্বর' ও 'আমার পৃথিবী'র মত সিনেমায় অভিনয় করেন।

কিংবদন্তী অভিনেতা উত্তম কুমারের ভাই কিংবা ছেলের চরিত্রে অভিনয় করে তিনি সুনাম অর্জন করেন।

গুনী এই শিল্পীর প্রতি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের পক্ষ থেকে শ্রদ্ধা।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040