ছয়-পক্ষীয় স্পীকার সম্মেলন পাকিস্তানে অনুষ্ঠিত
  2017-12-26 09:52:28  cri
ডিসেম্বর ২৬: ছয়-পক্ষীয় স্পীকার সম্মেলন গত ২৪ ও ২৫ ডিসেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সন্ত্রাস দমন ও পরস্পরের যোগাযোগ নিয়ে আলোচনা শেষে 'ইসলামাবাদ ঘোষণা' গৃহীত হয়।

চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান চাং পিং'র নেতৃত্বে চীনা প্রতিনিধি দল সম্মেলনে যোগ দেয়।

সম্মেলনে চাং পিং বলেন, সন্ত্রাসবাদ এ অঞ্চলের দেশগুলো ও আন্তর্জাতিক সমাজের অভিন্ন চ্যালেঞ্জ। পরস্পরের যোগাযোগ ও সমন্বয় মসৃণ না হলে বিভিন্ন দেশের উন্নয়ণ ব্যাহত হয়। চীন বিভিন্ন দেশের সঙ্গে সন্ত্রাস দমনে সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করার পাশাপাশি 'এক অঞ্চল, এক পথ' নির্মাণ এগিয়ে নিয়ে যাওয়া ও যোগাযোগ বাড়ানোর মাধ্যমে সামষ্টিক কল্যাণ অর্জন করতে ইচ্ছুক।

চাং পিং আরও বলেন, চীনা কমিউনিস্ট পার্টির ঊনবিংশ জাতীয় কংগ্রেসে নতুন যুগে চীনের 'দুটি একশ' বছরের লক্ষ্য' বাস্তবায়নের কার্যক্রম নির্ধারণ করা হয়েছে। চীন বিভিন্ন দেশের সঙ্গে উন্নয়নের সুযোগ ভাগাভাগি এবং সুন্দর ভবিষ্যত সৃষ্টি করতে ইচ্ছুক।

জানা গেছে, চীন, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, রাশিয়া ও তুরস্কের স্পীকাররা এ সম্মেলনে অংশ গ্রহণ করেন।

(রুবি/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040