খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2017-12-25 18:55:25  cri
ধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৪ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নোয়াখালীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার এ কথা জানান। নোয়াখালীর কবির হাট উপজেলার ধানশালিক ইউনিয়নে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, এ প্রকল্পের মধ্য দিয়ে ১০ কিলোমিটার বাঁধ ও দুটি স্লুইস গেট নির্মাণ এবং ৭ কিলোমিটার খাল ড্রেজিং করা হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে ওই এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান, কৃষিতে সেচ সুবিধা নিশ্চিতসহ নোয়াখালীবাসীর জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন সেতুমন্ত্রী।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040