নেপালে থিয়ানচিন সিম্ফনি অর্কেস্ট্রা গ্রুপের পরিবেশনা
  2017-12-25 16:57:48  cri
ডিসেম্বর ২৫: নববর্ষ উপলক্ষ্যে গতকাল (রোববার) নেপালের রাজধানী কাঠমান্ডুতে 'রেশমপথ সংক্রান্ত থিয়েনচিন চার্ম' সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সঙ্গীতানুষ্ঠান থিয়েনচিন শহরের সাংস্কৃতিক সম্প্রচার ব্যুরো ও নেপালের চীনা সংস্কৃতি কেন্দ্রের যৌথ উদ্যোগে এবং থিয়েনচিন সিম্ফনি অর্কেস্ট্রা গ্রুপের সহায়তায় আয়োজন করা হয়। নেপালে চীনা দূতাবাসও এতে সহযোগিতা দিয়েছে।

উপস্থিত দর্শক 'বসন্ত উত্সবের অপেরা' ও 'লিয়াং শান পো ও চু ইং থাই'সহ চীনা বৈশিষ্ট্যময় অপেরা উপভোগ করেছেন।

নেপালের শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মধু প্রসাদ তার বক্তব্যে চীন-নেপাল শিল্প ও সাংস্কৃতিক বিনিময় খাতের অবস্থা তুলে ধরেন। তিনি বলেন, এ অনুষ্ঠান দুদেশের জনগণের পারস্পরিক সমঝোতা এগিয়ে নেওয়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ অনুষ্ঠানের সফলতা কামনা করেন তিনি।

নেপালে চীনা দূতাবাসের অস্থায়ী রাষ্ট্রদূত ইয়াং শি ছাও বলেন, ২০১৭ সালে চীন ও নেপালের সরকারি পর্যায়ের সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছে।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040