ডেবিট কার্ড ছাড়া ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন
  2017-12-25 16:34:52  cri

চীনে এখন সাথে টাকা না নিলেও মানুষ মোবাইল ফোনের মাধ্যমে বেশির ভাগ ক্ষেত্রেই লেনদেন করতে পারে। তবে কিছু কিছু সময়ে টাকাও দরকার হয়। বেইজিংয়ের কয়েকটি ব্যাংকের এটিএম বুথে এখন কার্ড ছাড়া টাকা উত্তোলনের সেবা দিতে শুরু করেছে। তার মানে সাথে ডেবিট কার্ড না থাকলেও একজন গ্রাহক টাকা উত্তোলন করতে পারবেন। আজকের টপিক অনুষ্ঠানে আমরা কার্ড বিহীন টাকা উত্তোলনের এ পদ্ধতি সমন্ধে আপনাদেরকে জানাব।

১ মুখ স্কান

২০১৫ সালের অক্টোবর মাসে চীনা বাণিজ্য ব্যাংক প্রথমে মুখ মণ্ডল স্ক্যানের মাধ্যমে এটিএম বুথে টাকা উত্তোলনের সেবা দিতে শুরু করে। এখন বেইজিংয়ে শতাধিক এটিএম বুথে এমন সেবা পাওয়া যায়।

ব্যপারটি কিভাবে কাজ করে?

এটিএম বুথে মেশিনের সামনে দাঁড়িয়ে মুখ স্ক্যান অপশানে ক্লিক করলে আপনার একটি ছবি তুলে এটিএমে সংযোজিত বিশেষ ধরণের ক্যামেরা। তারপর ব্যাংকে সংরক্ষিত আপনার ফোন নম্বর প্রবেশ করান। স্বয়ংক্রিয় সফট ওয়্যার আপানার ছবি ও নম্বর ব্যাংকে সংরক্ষিত আপনার ছবি ও নম্বরের সঙ্গে তুলনা করে। যদি মিলে যায় তাহলে ব্যাংকে আপনার সব অ্যাকাউন্ট এটিএমে দেখানো হয়। আপনি অ্যাকাউন্ট বাছাই করবেন। কত টাকা তুলতে চান তা উল্লেখ করুন।

অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য এখন এ সেবার জন্য কিছু বিশেষ কিছু নিয়ম অনুসরণ করা হয়।

প্রথমে নির্ধারিত ফর্মে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে মুখ মণ্ডল স্ক্যানের মাধ্যমে সেবা গ্রহণের আবেদন করতে হয়। এখন পর্যন্ত এই ব্যবস্থায় প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ইউয়ান উত্তোলন করা যায়।

২ কিউআর কোড স্ক্যান

গেল বছরের মে মাসে চীনা শিল্প ও বাণিজ্যিক ব্যাংক-আইসিপিসি কিউআর কোড স্কেনের মাধ্যমে অর্থ উত্তোলনের সেবা চালু করে। একজন গ্রাহক মোবাইল ফোনে আইসিপিসির অ্যাপ্লিকেশন খুলে এটিএমের কিউআর কোড স্ক্যান করে টাকা উত্তোলন করতে পারেন। এ সেবা গ্রহণ করতে চাইলে আইসিপিসির কার্ড আগে অ্যাপ্লিকেশনের সঙ্গে যুক্ত করতে হবে।

চীনা ব্যাংকেরও এমন সেবা আছে। এ ব্যাংকের কিউআর কোড স্কান করার পর দুবার ভেরিফিকেশনে উত্তীর্ণ হতে হয়। তার মানে কিউআর কোড স্কেনের মাধ্যমে ভেরিফিকেশনে সফল হয়ে অ্যাপ্লিকেশন খুলেন এবং এটিএম এ পাসওয়ার্ড প্রবেশ করান।

এই ব্যবস্থায় একজন গ্রাহক প্রতিদিন সর্বোচ্চ ৫ হাজার ইউয়ান উত্তোলন করতে পারেন।

৩ রিজার্ভেশন উত্তোলন

এটিও মোবাইল ফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রয়োগ করা হয়। প্রথমে আপনার নির্দিষ্ট ব্যাংকের সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশন মোবাইল ফোনে সক্রিয় করেন। তারপর রিজার্ভেশন উত্তোলনের আবেদন করেন। কত টাকা উত্তোলন করতে চান তা অ্যাপ্লিকেশনে প্রবেশ করান। এর পর আপনি ছয় অঙ্কের একটি পারসনাল আইডেনটিফিকেশন নম্বর বা পিআইএন পাবেন এবং আপনার সবচেয়ে কাছের এটিএমের অবস্থান জানতে পারবেন। নির্দিষ্ট এটিএম এ গিয়ে পিআইএন ইনপুট দিলে টাকা উত্তোলন করতে পারেন।

ছয় অঙ্কের এই পিআইএন শুধু একবার ব্যবহার করা যাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কার্যকর থাকবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহার না করলে নতুন করে পিআইএন এর জন্য আবেদন করতে হবে।

অন্যদিকে টাকা জমা দিতেও কার্ড লাগবে না। তবে আপনার অ্যাকাউন্ট নম্বর মনে রাখতে হবে। অ্যাকাউন্ট নম্বব দুবার ইনপুট করলে গ্রাহক টাকা জমা দিতে পারেন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040