ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় রিভিউ চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন
  2017-12-25 16:25:15  cri
সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা বহাল রেখে সর্বোচ্চ আদালতের রায় পুনর্বিবেচনার আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। রোববার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদনটি করা হয়।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, ৯০৮ পৃষ্ঠার আবেদনে ৯৪টি যুক্তি তুলে ধরেছে সরকার পক্ষ। বিচারপতিদের অপসারনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী পাস হয় সংসদে। এর বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের ৯ জন আইনজীবী হাইকোর্টে রিট করেন। গত বছরের ৫ মে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হাইকোর্ট ষোড়শ সংশোধনী অবৈধ বলে ঘোষণা করে। এর বিরুদ্ধে সরকার আপিল করলে ১৩ জুলাই আপিল বিভাগ সর্বসম্মতিতে ওই আপিও খারিজ করে দেয়।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040