নরেন্দ্র মোদির সঙ্গে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলরের সাক্ষাত্
  2017-12-23 18:25:09  cri
ভারতের স্থানীয় সময় গতকাল (শুক্রবার) দিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত করেছেন চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ইয়াং চিয়ে ছি। তিনি চীন-ভারত সীমান্ত সমস্যাবিষয়ক বিশেষ প্রতিনিধির ২০তম বৈঠকে অংশ নিতে দেশটি সফর করছেন।

ইয়াং চিয়ে ছি মোদিকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং-এর শুভেচ্ছা জানান। এ সময় মোদি বলেন, ভারত সবসময় চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেয়। তার দেশ চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন এগিয়ে নিতে আগ্রহী।

ইয়াং চিয়ে ছি বলেন, গত কয়েক বছরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও ভারতের প্রধানমন্ত্রী মোদির মধ্যে বেশ কয়েকবার সাক্ষাত্ হয়েছে। যা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের দিক নির্দেশনা দিয়েছে। চীন ভারতের সঙ্গে কৌশলগত বিনিময় জোরদার করতে, কৌশলগত আস্থা বাড়াতে, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ করতে, ভালো প্রতিবেশী ও ভালো বন্ধু হতে ইচ্ছুক। এতে এশিয়া ও বিশ্বের স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040