ভারতের রাজস্থানে সেতু থেকে বাস নদীতে পড়ে নিহত ৩০
  2017-12-23 16:47:45  cri
ডিসেম্বর ২৩: ভারতের রাজস্থান রাজ্যে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে ছিটকে নদীতে পড়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

রাজস্থানের সাওয়াই মাধোপুর দুবি অঞ্চলে শনিবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, বাসটি সাওয়াই মাধোপুর থেকে লালকোট যাচ্ছিল। বনস নদীর উপরের সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নদীতে পড়ে বাসটি। উদ্ধারকাজ শুরু হয়েছে, নদী থেকে বাসটি উদ্ধার করা হয়েছে।

৩০ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। বাসটিতে কত যাত্রী ছিল সে বিষয়ে স্পষ্ট জানা যায়নি। পাশাপাশি, কীভাবে বাসটি নিয়ন্ত্রণ হারালো সে বিষয়টাও স্পষ্ট নয়।

তবে প্রত্যক্ষদর্শীরা কেউ কেউ বলছেন, সামনের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বাসটি। আবার কেউ বলেন, অল্পবয়সী এক বাস কন্ডাক্টর বাসটি চালাচ্ছিল। বাসটির গতিও খুব বেশি ছিল। ওই চালক অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে।

(সূত্র: এনডিটিভি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040