সুন্দরী উপত্যকা
  2017-12-22 15:43:02  cri



মুক্তা: বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে তিব্বতি জাতির নারী কণ্ঠশিল্পী আলান দাওয়া দোল্মার সঙ্গে পরিচয় করবো। তিনি ১৯৮৭ সালের ২৫ জুলাই সিছুয়ানের তিব্বতি জাতির অঞ্চল খাংদিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি ৮ বছর বয়স থেকে সংগীত শিক্ষা শুরু করেন। তিনি সিছুয়ান সংগীত বিদ্যালয়ে লেখাপড়া করতেন। ২০০৩ সালে তিনি পিপলস লিবারেশন আর্মি আর্টস কলেজে ভর্তি হন। ২০০৪ সালে তিনি একটি লোকসংগীত গ্রুপে অংশ নেন। ২০০৫ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০০৬ সালে বিশ্ববিদ্যালয়ে একটি জাপানি সংগীত কোম্পানি তার সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। তিনি হলেন জাপানি সংগীত প্রকাশ করার প্রথম তিব্বতি জাতির মেয়ে। এ বছরের সেপ্টেম্বরে তিনি শাংহাই এশিয়া সংগীত উত্সবে দ্বিতীয় স্থান লাভ করেন। ২০১১ সালে তিনি জাপানী ভাষার অ্যালবাম প্রকাশ করেন। ২০১৬ সালে তিনি চলচ্চিত্রে অভিনয় করেন। আজকের অনুষ্ঠানে আমি আলানের কণ্ঠে 'সুন্দরী উপত্যকা' নামের গান শোনাবো।

তৌহিদ: 'সুন্দরী উপত্যকা' গানে বলা হয়েছে, পাহাড় ও নদীর রহস্য পার হয়ে প্রকৃতির দৃশ্য আবিষ্কার করি। পাহাড়, সমভূমি ও মেঘ দেখেছি। আকাশ থেকে ঝড়ে পড়ে বৃষ্টি। ফুলের সঙ্গে বয়ে চলে মাছ। এত সুন্দর কোনো কথা হতে পারে কী! এত সুপরিচিত কণ্ঠ! এত শান্তির পরিবেশ। কে ভেবেছিলো আমাদের পুনর্মিলনের কথা! অতীতের সে পরিচয় হলো পুনর্মিলনের সূত্র! যদি পথ আরো দীর্ঘ হয়, তাহলে তুমি কি আমার জন্য অপেক্ষা করবে? যদি তুমি আমার মন দেখতে পারো, তাহলে নিজেকেও খুঁজে পাবে। আমি তোমার সঙ্গে ঘুমন্ত স্মৃতি নিয়ে জেগে উঠতে চাই। আমার ভালোবাসা এখন তোমার জন্য অপেক্ষা করছে। আমার ভালবাসা তোমার সঙ্গে আজীবন থাকবে।

আচ্ছা, বন্ধুরা, এখন চলুন গানটি শোনা যাক।

(গান ১)

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'সুন্দরী উপত্যকা' গানটি। এখন আমি শিল্পী স্যু লিয়াং'র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। স্যু লিয়াং ১৯৮৭ সালের ৮ ফেব্রুয়ারিতে শানতোং প্রদেশের ছিংতাও শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন অভিনেত্রীও বটে। ২০১০ সালে তিনি ওয়েবসাইটে প্রথম গান প্রকাশ করেন। গানটি অনলাইনে ব্যাপক জনপ্রিয় হয়। ২০১১ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০১৩ সালে তিনি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। ২০১৪ সালে তিনি তৃতীয় অ্যালবাম প্রকাশ করেন। ২০১৫ সালে তিনি ইন্টারনেট চলচ্চিত্রে অভিনয় শুরু করেন এবং এ চলচ্চিত্রের থিম সং গেয়েছেন। ২০১৭ সালের মার্চে তিনি নিজের পঞ্চম অ্যালবাম প্রকাশ করেন। আজকের অনুষ্ঠানে আমি স্যু লিয়াং'র কণ্ঠে 'এখনো অভাব বোধ করি' নামের গান শোনাবো।

তৌহিদ: এ গানের কথাগুলো এমন।

হয়তো আমি ব্যক্তিগতভাবে তোমাকে বিদায় দিতে চাই। তাই স্মৃতিকে ক্ষমা দিয়েছি। ভাবি, দু'চোখ বন্ধ করেছি, তাই তুমি অদৃশ্য হয়েছো। কে বলেছে, সময় শেষ হলে উত্তর পাওয়া যায়! যদি এখনো মিস করি, বুঝে নিও, তুমি এখনও আছো। যদি এখনো মিস করি, তাহলে বিদায় দেবো না। বিদায় বলেছি তবে দুঃখিতও বলেছি। তোমাকে ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। কিন্তু কোনো জবাব পাইনি। এখনো আমি তোমাকে মিস করছি।

আচ্ছা বন্ধুরা চলুন, গানটি শুনি।

(গান ২)

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'এখনো মিস করি' গানটি। এখন আমি আপনাদেরকে স্যু ফেই'র সঙ্গে পরিচয় করবো। স্যু ফেই ১৯৮৫ সালের ২১ অক্টোবরে চিলিন প্রদেশের সিফিং শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কণ্ঠশিল্পী ও সংগীত প্রযোজক। তিনি ছোটবেলা থেকে সংগীত শেখেন। তিনি পিপলস লিবারেশন আর্মি আর্টস কলেজ থেকে স্নাতক হন। ২০০৬ সালে তিনি এক টিভি সংগীত প্রতিযোগিতায় ষষ্ঠ স্থান লাভ করেন। একই বছর তিনি নিজের প্রথম সংগীত প্রকাশ করেন। ২০০৮ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এ পর্যন্ত তিনি মোট ৬টি অ্যালবাম প্রকাশ করেছেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে স্যু ফেই'র কণ্ঠে 'সময়ের দিবাস্বপ্ন' নামের গানটি শোনাবো।

তৌহিদ: 'সময় দিবাস্বপ্ন' নামের গানে বলা হয়েছে,

ভারী বৃষ্টির গন্ধে ঝাপসা হয়েছে চোখ!

মেঘ বৃষ্টিবিন্দুত হয়ে ঝড়ে পড়েছে মাটিতে।

তুমি ছিলে আমার প্রতিটি নিঃশ্বাসে।

হয়ত সবই এখন স্মৃতি।

আমি সাহস নিয়ে ধরেছি তোমার হাত।

তোমার সঙ্গে গেয়েছি যৌবনের গান।

তোমার সঙ্গে বেঁধেছি ভ্রমণ যান!

চোখ বন্ধ করে ভেবে দেখো, সাগর তরঙ্গের মত পরিচ্ছন্ন!

গোধূলি এবং ভোরের পিছু ছুটে চলি।

অবশেষে কল্পনার পড়েছে ছায়া!

আচ্ছা, বন্ধুরা আর কথা নয়, চলুন গানটি শুনি।

(গান ৩)

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'সময় দিবাস্বপ্ন' গানটি। এখন আমি আপনাদেরকে কণ্ঠশিল্পী স্যুয়ে চি ছিয়ানের 'হয় না' নামের গান শোনাবো। স্যুয়ে চি ছিয়ান একজন কণ্ঠশিল্পী, অভিনেত্রী ও সংগীত প্রযোজক। আগের অনুষ্ঠানে আমি তার পরিচয় তুলে ধরেছিলাম। আপনাদের মনে আছে? 'হয় না' গানটি গত ৩১ অক্টোবরে প্রকাশিত হয়।

তৌহিদ: 'হয় না' গানে বলা হয়েছে,

"ইতস্তত করলে হয় না, মিলন হয় না।

একা একা কৌতুক দেখা হয় না।

তোমার দুঃখ অন্য মানুষকে দেখানো হবে না।

বৃষ্টি পড়বে না।

মনে করো না যে, সে তোমার জন্য এখনো বৃষ্টিতে দাঁড়িয়ে আছে!

কিন্তু বিস্ময়কর গল্পগুলো চলবে.. অবিরাম।

আমার একমাত্র দুঃখ তোমাকে বলা হবেনা।

তুমি ছাড়া আমি কাউকে আর ভালবাসবো না।

চলুন, গানটি শুনে নেই।

(গান ৪)

‌ মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'হয় না' শিরোনামের গানটি। আশা করি, গানটি সবাই পছন্দ করেছেন। শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা আপনাদেরকে চারটি চীনা গান শুনিয়েছি। এখন শোনাবো কয়েকটি বাংলা গান। আশা করি আপনাদের ভালো লাগবে।

(বাংলা গান)

তৌহিদ: প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (মুক্তা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040