"এক অঞ্চল এক পথ" অংশগ্রহণকারী দেশগুলোর জন্য অগ্রগতি ও উন্নয়ন বয়ে এনেছে
  2017-12-21 10:13:37  cri
ডিসেম্বর ২১: "চায়না ডেইলি" পত্রিকার উদ্যোগে "এশিয়ান লিডারশিপ গোলটেবিল ফোরাম-'এক অঞ্চল এক পথ' মতবিনিময় সম্মেলন" গতকাল (বুধবার) হংকংয়ে অনুষ্ঠিত হয়েছে।

হংকংয়ে পাক কনসাল জেনারেল আব্দুল কাদির মেমোন বলেছেন,"এক অঞ্চল এক পথ" শুধু পথ ও সেতুসহ বিভিন্ন অবকাঠানো নির্মাণ প্রকল্প নয়, বরং চীনের উত্থাপিত অর্থনৈতিক সহযোগিতামূলক রোডম্যাপ। যা সংশ্লিষ্ট দেশ ও অঞ্চলের জন্য অনুকূল শর্ত সৃষ্টি করার পাশাপাশি তাদের আর্থ-বাণিজ্যিক সুপ্তশক্তি বাস্তবায়নের মাধ্যমে অগ্রগতি ও উন্নয়নের নতুন যুগে প্রবেশের সুযোগ করে দিয়েছে।

তিনি আরো বলেন, চীন-পাক অর্থনৈতিক করিডোর অর্থনৈতিক উন্নয়ন ক্ষেত্রে উৎকৃষ্ট নমুনা। ৬০ বিলিয়ন মার্কিন ডলারের প্রকল্পটি "এক অঞ্চল এক পথ" উদ্যোগের নমুনা প্রকল্পের পাশাপাশি পাকিস্তানের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ বয়ে এনেছে।

(প্রেমা/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040