পুবের জানালা, ২০ ডিসেম্বর ২০১৭
  2017-12-20 14:50:21  cri


রবিন্দ্রনাথ ঠাকুর, জহরলাল নেহেরু ও থান ইউন শান

থান ইউন শান ১৮৯৮ সালে চীনের হু নান প্রদেশে জন্মগ্রহণ করেন এবং ১৯৮৩ সালে ভারতের গোয়ায় বুদ্ধ বিহারে মৃত্যু বরণ করেন। রবিন্দ্রনাথ ঠাকুর, জহরলাল নেহেরু ও মহাত্মা গান্ধীসহ বিখ্যাত নানা ব্যক্তিত্বের সঙ্গে তাঁর পরিচিতি ও ভাল সম্পর্ক ছিল। চীনের মহান নেতা মাও সে তুংয়ের সাথে একই স্কুলে পড়েছিলেন থান ইউন শান।
তাকে চীন-ভারত মৈত্রী দূত হিসেবে মনে করা হয় এবং তিনি চীন-ভারত সাংস্কৃতিক সেতু গড়ে তোলা ও প্রচারে সারা জীবন উত্সর্গ করেছেন। বিশ্ব ভারতীয় বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা শিক্ষক হিসেবে কাজ করার সময়ে তিনি ভারতের সংস্কৃতি,জাতীয় আন্দোলন নিয়ে অনেক প্রবন্ধ লিখেন যা তখন বেশ প্রশংসা ও স্বীকৃতি পেয়েছে। তিনি চীন ও ভারতের সাংস্কৃতিক বিনিময় জোরদার করার জন্য সাংস্কৃতিক এসোসিয়েশন প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন এবং এ প্রস্তাবকে রবীন্দ্রনাথ ঠাকুর সমর্থন দেন। চীনের শাংহাই ও ভারতের শান্তিনিকেতনে যথাক্রমে প্রতিষ্ঠিত হয়েছে চীন-ভারত সাংস্কৃতিক এসোসিয়েশন।
রবিন্দ্রনাথ ঠাকুর বিশ্ব ভারতীয় বিশ্ববিদ্যালয়ে চীন ভবন স্থাপন করার প্রস্তাব দেন এবং এ ভবন দুদেশের সাংস্কৃতিক বিনিময় ও চীনা সংস্কৃতি প্রচারের একটি কেন্দ্র হিসেবে কাজ করার প্রত্যাশা প্রকাশ করেন।
থান ইউন শান চীনা ভবনের প্রতিষ্ঠাতা এবং প্রথম পরিচালক। ১৯৩৭ সালের ১৪ এপ্রিল, চীনা ভবন প্রতিষ্ঠিত হয়।
(শিশির/মহসীন)
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040