দিল্লিতে চালক-বিহীন পাতাল রেল দুর্ঘটনা
  2017-12-20 10:57:16  cri
ডিসেম্বর ২০: গতকাল (মঙ্গলবার) ভারতের রাজধানী দিল্লিতে একটি চালক-বিহীন পাতাল রেলের পরীক্ষামূলক চালনার সময় দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটেছে। সৌভাগ্যবশত দুর্ঘটনায় কোনো মানুষ হতাহত হয়নি।

দিল্লীর পাতাল রেল কোম্পানির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ট্রেনটির ঢালু রেল পথে পরিচ্ছন্নতার কাজ চলছিল। বর্তমানে পাতাল রেল কোম্পানি দুর্ঘটনার কারণ তদন্ত করছে। প্রাথমিকভাবে বলা হয়েছে, ভুল অপারেশন ও মানবসৃষ্ট কারণে দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনাটি ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধনের সময়ের ওপর কোনো প্রভাব ফেলবে না।

ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দিল্লি-নয়ডা রুটে চালক-বিহীন পাতাল রেলটি আগামী ২৫ ডিসেম্বর বড়দিনে আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার কথা রয়েছে।

(প্রেমা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040