চীন ও শ্রীলংকার 'রাইস রাবার চুক্তি' স্বাক্ষরের ৬৫তম বার্ষিকী
  2017-12-19 11:12:53  cri
ডিসেম্বর ১৯: গতকাল (সোমবার) শ্রীলংকার চীনা দূতাবাস ও শ্রীলংকা-চীন ব্যবসা কমিটির উদ্যোগে 'রাইস রাবার চুক্তি' স্বাক্ষরের ৬৫তম বার্ষিকী উদযাপন করা হয়। কলম্বোর বন্দরনায়েক মেমোরিয়াল ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এর আয়োজন করা হয়। শ্রীলংকার স্পিকার কারু জয়সুরিয়া, দেশটিতে নিযুক্ত চীনের অস্থায়ী রাষ্ট্রদূত পাং ছুন স্যুয়েই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভাষণে জয়সুরিয়া বলেন, চুক্তিটি একটি ব্যবসায়িক চুক্তিই নয়, বরং শ্রীলংকা-চীন মৈত্রীর নিদর্শন। চলতি বছর দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী। তিনি শ্রীলঙ্কাকে সার্বক্ষণিক সমর্থন ও সাহায্যের জন্য চীনকে ধন্যবাদ জানান।

পাং ছুন স্যুয়েই বলেন, 'রাইস রাবার চুক্তি' চীন ও শ্রীলংকার আধুনিক ইতিহাসে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ শুরু করেছে। বর্তমানে দু'দেশ 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে সার্বিক সহযোগিতা করছে এবং দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।

(প্রেমা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040