ষষ্ঠ চীন-দক্ষিণ এশিয়া আন্তর্জাতিক সাংস্কৃতিক ফোরাম ছেংতুতে অনুষ্ঠিত
  2017-12-19 11:04:39  cri
ডিসেম্বর ১৯: গতকাল (সোমবার) চীনের ছেংতু শহরে অনুষ্ঠিত হয় ষষ্ঠ চীন-দক্ষিণ এশিয়া আন্তর্জাতিক সাংস্কৃতিক ফোরাম। এ ফোরামে অংশ নেন চীনে নিযুক্ত নেপালি রাষ্ট্রদূত লিলা মনি পাউদিয়াল।

ফোরামে তিনি বলেন, চীন ও দক্ষিণ এশীয় দেশের জনসংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যার ৪০ ভাগেরও বেশি। পাশাপাশি শিল্পকলা, সাহিত্য ও সংগীতসহ সাংস্কৃতিক সম্পদে সমৃদ্ধ এ অঞ্চল।

তিনি মনে করেন, সাংস্কৃতিক বিনিময় বিভিন্ন দেশের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। চীন ও দক্ষিণ এশীয় দেশগুলোর সাংস্কৃতিক বিনিময়ের প্রধান প্ল্যাটফর্ম আন্তর্জাতিক সাংস্কৃতিক ফোরাম। এ ফোরাম সাংস্কৃতিক বিনিময় ও যোগাযোগের মাধ্যমে চীন ও দক্ষিণ এশিয়ার দীর্ঘমেয়াদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করছে।

চীন, পাকিস্তান, ভারত, আফগানিস্তান ও নেপালসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ ও পণ্ডিতরা দু'দিনব্যাপী এ ফোরামে 'চীন-দক্ষিণ এশিয়া সাংস্কৃতিক বিনিময় ব্যবস্থার প্রতিষ্ঠা' এবং 'চীন-দক্ষিণ এশিয়া শিক্ষা ও মিডিয়া সহযোগিতা'সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

(প্রেমা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040