'এক অঞ্চল এক পথ-২০১৮' নেপালে প্রবেশ শীর্ষক আলোকচিত্র প্রতিযোগিতার উদ্বোধন
  2017-12-18 15:19:59  cri
ডিসেম্বর ১৮: 'এক অঞ্চল এক পথ-২০১৮' নেপালে প্রবেশ শীর্ষক এক আলোকচিত্র প্রতিযোগিতা গতকাল (রোববার) সিছুয়ান প্রদেশের ছেংতু শহরে উদ্বোধন করা হয়।

নেপালের জাতীয় পর্যটন ব্যুরোর মহাপরিচালকের প্রতিনিধি উদ্বোধনী অনুষ্ঠানে সেদেশের পর্যটন শিল্পের উন্নয়নের অবস্থা তুলে ধরেন। তিনি বিশেষ করে নেপালের সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সুপ্রাচীন স্থাপত্য এবং স্থানীয় বিশেষ সংস্কৃতিসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। নেপালে ভ্রমণ করতে এবং চিত্র ধারণ করতে চীনাদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

চীনে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত জনাব লিলা মানি পাউদিয়াল তাঁর ভাষণে বলেন, নেপাল হলো আন্তর্জাতিক শ্রেণীর পর্যটন গন্তব্যস্থান। আলোকচিত্র প্রতিযোগিতাসহ বিভিন্ন সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে চীন ও নেপালের সার্বিক অর্থনৈতিক বিনিময় বেগবান করা যাবে বলে তিনি আশা করেন।

যারা নেপাল ভ্রমণ করেন তাঁরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। প্রতিযোগিতার তথ্য নেপালের জাতীয় পর্যটন ব্যুরো কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশিত হবে।

উল্লেখ্য, নেপালের জাতীয় পর্যটন ব্যুরোর উদ্যোগে চীন ও নেপালের তথ্য মাধ্যম সমিতি এবং সি ছুয়ান প্রদেশের শৈল্পিক আলোকচিত্র সমিতিসহ বিভিন্ন সংস্থার সমর্থনে এবারের প্রতিযোগিতার আয়োজন করা হয়।

(লিলি/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040