স্থিতিশীলভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছে নেপালের বামপন্থী জোট
  2017-12-18 15:13:18  cri
ডিসেম্বর ১৮: গতকাল (রোববার) নেপালের কমিউনিস্ট পার্টির (মার্কস-লেনিনবাদ) চেয়ারম্যান খাদগা প্রসাদ শর্মা ওলি বর্তমান সরকারকে স্থিতিশীলভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য পথ সুগম করার তাগিদ দিয়েছেন।

তিনি বলেছেন, বামপন্থী জোট সারা দেশকে নিয়ে সামনে এগিয়ে যেতে সক্ষম।

নেপালের (মাওবাদী) কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান পুস্পকমল দহল প্রচণ্ড বলেছেন, বর্তমানে বামপন্থী জোট দেশের স্থিতিশীলতাকে গুরুত্ব দিচ্ছে। এর আগে প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা'র সঙ্গে সাক্ষাতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বর্তমান সরকারকে তাগাদা দেন তিনি।

দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবি ভান্ডারি বলেছিলেন, নতুন সংবিধান কার্যকরের ক্ষেত্রে এ নির্বাচন একটি মাইলফলক।

প্রেমা/তৌহিদ

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040