পাকিস্তানের কোয়েটায় গির্জায় হামলায় ৮ জন নিহত
  2017-12-18 12:07:49  cri
ডিসেম্বর ১৮: পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার এক গির্জায় গতকাল (রোববার) বোমা হামলা ও গোলাগুলির ঘটনায় কমপক্ষে ৮ জন নিহত হয়।

স্থানীয় গণমাধ্যম কোয়েটার হাসপাতালের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে জানায় যে, আত্মঘাতি ঐ বোমা বিস্ফোরণে ৪৪ জন আহত হয় যাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে, ৪ জন জঙ্গি কোয়েটার একটি গির্জায় আক্রমণ চালায়। নিরাপত্তা বাহিনী অনুসন্ধান ও তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। কোনো সংগঠন এখনও হামলার দায় স্বীকার করেনি।

হামলার সময় গির্জায় প্রায় ৫০০ অনুসারী ধর্মীয় উপাসনারত ছিলেন। গির্জার আশেপাশে আগে থেকে ব্যাপক নিরাপত্তারক্ষী মোতায়েন রাখায় সশস্ত্র ব্যক্তিদের পরিকল্পনা ব্যর্থ হয় বলে গণমাধ্যম একজন পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়।

পাকিস্তানের প্রধামন্ত্রী শাহিদ খাকান আব্বাসি এক বিবৃতিতে হামলার নিন্দা করেছেন এবং আহতদের সুচিকিত্সার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

(লিলি/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040