শিক্ষা প্রতিষ্ঠানগুলো শতভাগ দুর্নীতি মুক্ত নয়: শিক্ষামন্ত্রী
  2017-12-17 19:46:42  cri
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শতভাগ দুর্নীতিমুক্ত নয় এবং প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে কিছু শিক্ষকও জড়িত থাকতে পারেন।

রোববার সকালে সচিবালয়ে দুর্নীতি দমন কমিশন-দুদক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি। দুদক জানায়, তারা তদন্ত করে জানতে পেরেছেন প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে শিক্ষাবোর্ড, সরকারি প্রেস, ট্রেজারি ও পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও শিক্ষকদের কেউ কেউ জড়িত। শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি রোধে দুদক শিক্ষামন্ত্রীর কাছে ২৯টি প্রস্তাব তুলে ধরে। মন্ত্রী এ প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা বলেন।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040