বেইজিংয়ে চীন-ব্রিটেন আর্থিক সংলাপ অনুষ্ঠিত
  2017-12-17 16:19:01  cri
ডিসেম্বর ১৭: বেইজিংয়ে চীন-ব্রিটেন নবম আর্থিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (শনিবার)-এর সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করেন চীনের উপ-প্রধানমন্ত্রী মাই খেই ও ব্রিটিশ অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড।

সংলাপে মাই খেই বলেন, চলতি বছর, চীন-ব্রিটেন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকীতে, দু'দেশের বাস্তব সহযোগিতার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের সফল পরিসমাপ্তির পর এই প্রথম দু'দেশের আর্থিক সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। দু'দেশের উচিত কৌশলগত সুযোগ কাজে লাগিয়ে অব্যাহতভাবে জ্বালানি ও অবকাঠামো খাতে সহযোগিতা জোরদার করা এবং 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাবের ভিত্তিতে আর্থিক খাতে সার্বিক সহযোগিতাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া।

তিনি আরও বলেন, তার দেশ ব্রিটেনের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের স্বর্ণযুগের জন্য নতুন উপাদান যোগ করতে চায়, যাতে দু'দেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত হতে পারে।

জবাবে ব্রিটিশ মন্ত্রী সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসে ভবিষ্যতের উন্নয়নের জন্য গৃহীত পরিকল্পনাকে 'মহান' বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, তার দেশ চীনের উত্থাপিত 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব সমর্থন করে এবং চীনের সাথে এ সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040