২১ জানুয়ারি শেন জেনে অনুষ্ঠিত হবে ছিয়ান শুয়ে সেন ফোরাম
  2017-12-17 16:14:27  cri
ডিসেম্বর ১৭: চীনের মহাকাশ বিজ্ঞান ও প্রকল্প গবেষণালয়ের উদ্যোগে, আগামী ২১ জানুয়ারি শেন জেনে অনুষ্ঠিত হবে ছিয়ান শুয়ে সেন ফোরাম। গতকাল (শনিবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে বলা হয়, এবার ফোরামের প্রতিপাদ্য হচ্ছে: 'সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের স্লোগান ও চেতনা বিশেষ অঞ্চলের উন্নয়নে কাজে লাগানো'। ফোরামে সংশ্লিষ্ট মহলের বেশ কয়েকজন বিশেষজ্ঞ এবং চীনের বিভিন্ন মন্ত্রণালয়, সামরিক প্রকল্প গ্রুপ, স্থানীয় সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক প্রতিনিধি অংশ নেবেন।

চীনের মহাকাশ বিজ্ঞান ও প্রকল্প গবেষণালয়ের মহাপরিচালক শুয়ে হুই ফেং প্রেস ব্রিফিংয়ে বলেন, গবেষণালয়টি ইতোমধ্যেই আনহুই, চিয়াং সু, কুয়াং তোং, শান তোং, লিয়াও নিং ও সিছুয়ানসহ বিভিন্ন প্রদেশে দশটিরও বেশি মহাকাশকেন্দ্র প্রতিষ্ঠা করেছে। এ ছাড়া, সংস্থাটি শান তোং প্রদেশের ওয়ই হাই, হ্য পেই প্রদেশের জেং থিং, কুয়াং তোং প্রদেশের চিয়াং মেনসহ বিভিন্ন অঞ্চলে থিম পার্ক প্রতিষ্ঠা করেছে। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040