প্রেসিডেন্টের অভিশংসন প্রস্তাব পেরুর কংগ্রেসে গৃহীত
  2017-12-17 15:55:25  cri
ডিসেম্বর ১৭: শুক্রবার পেরুর কংগ্রেসে প্রেসিডেন্ট পেদ্রো পাবলো কুজিনস্কির অভিশংসন প্রস্তাব বিবেচনার জন্য গৃহীত হয়েছে। প্রস্তাবের পক্ষে ৯৩টি এবং বিপক্ষে ১৭টি ভোট পড়ে।

আগামী বৃহস্পতিবার প্রেসিডেন্ট পেদ্রো কংগ্রেসে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য পেশ করবেন। চূড়ান্ত ভোটাভুটিতে তার বিরুদ্ধে ৮৭ জন কংগ্রেসসদস্য অবস্থান নিলেই তিনি পদচ্যুত হবেন।

পেদ্রোর বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্রাজিলের একটি কোম্পানিকে কাজ পাইয়ে দিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অর্থ গ্রহণ করেছেন। অবশ্য তিনি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন।

উল্লেখ্য, বর্তমানে পেরুর কংগ্রেসে মোট ১৩০টি আসনের মধ্যে ৭১টি প্রধান বিরোধীদল পপুলার ফোর্সের। অন্যদিকে, তার দলের দখলে আছে মাত্র ১৭টি আসন। পেদ্রো পদচ্যুত হলে, দেশের প্রথম ভাইস প্রেসিডেন্ট মার্টিন আলবার্তো করনেইও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040