চীনা তিব্বতি সাংস্কৃতিক প্রতিনিধিদলের শ্রীলঙ্কা সফর
  2017-12-17 15:31:26  cri
ডিসেম্বর ১৭: চীনের তিব্বতের একটি সাংস্কৃতিক প্রতিনিধিদল গত ১৪ থেকে ১৬ ডিসেম্বর শ্রীলঙ্কা সফর করে। দলটি গঠিত হয় তিব্বতবিদ, তিব্বতি বৌদ্ধ ধর্মের পণ্ডিত ও তিব্বতি জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের সংস্কৃতি বিভাগের কর্মকর্তাদের নিয়ে।

সফরের অংশ হিসেবে গত বৃহস্পতিবার প্রতিনিধিদলটি কলম্বোর বান্দারনায়েকে আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে তিব্বতি সংস্কৃতির ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করে। এ সময় প্রতিনিধিদলের প্রধান ও চীনা তিব্বতি জ্ঞান গবেষণা কেন্দ্রের ইতিহাস গবেষণালয়ের পরিচালক চাং ইউন 'তিব্বতের ঐতিহ্যগত সংস্কৃতির সুরক্ষা ও উন্নয়ন' শীর্ষক একটি নিবন্ধ পাঠ করেন। নিবন্ধে তিনি বলেন, চীন ও শ্রীলঙ্কার সম্পর্ক সূদীর্ঘকালের; দু'দেশের ধর্ম ও সংস্কৃতির যোগাযোগও সূদীর্ঘকালের।

শ্রীলঙ্কার বৌদ্ধ ধর্মবিষয়ক মন্ত্রী নিরোশান পেরেরা, শ্রীলঙ্কা-চীন বৌদ্ধ মৈত্রী সমিতির দায়িত্বশীল কর্মকর্তা, এবং স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ দুই শতাধিক অতিথি প্রদর্শনী উপভোগ করেন। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040