দেশের মধ্যাঞ্চলে আইএস নির্মূল অভিযান শুরু করেছে ইরাকি বাহিনী
  2017-12-17 15:15:27  cri
ডিসেম্বর ১৭: ইরাকি বাহিনী গতকাল (শনিবার) থেকে সেদেশের মধ্যাঞ্চলে আইএস নির্মূল অভিযান শুরু করেছে। এ অভিযানের লক্ষ্য সন্ত্রাসী গোষ্ঠীটির অবশিষ্ট শক্তি ধ্বংস করা। ইরাকি বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতি অনুসারে, ইরাকি বাহিনী সালাহুদিন ও দিয়ালা প্রদেশের সংযোগস্থলে ইতোমধ্যেই আইএসের একটি গোপন আস্তানা ধ্বংস করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, শিয়া মিলিশিয়ারা অভিযানে সহায়তা করছে। লুকিয়ে-থাকা জঙ্গিরা নিমূল না-হওয়া পর্যন্ত অভিযান চলবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040