বাংলাদেশে উদযাপিত হয়েছে ৪৬তম মহান বিজয় দিবস
  2017-12-16 18:12:16  cri


ডিসেম্বর মাস, বিজয়ের মাস। ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাংলাদেশের ইতিহাসে এ দিনটি জাতির জন্য পরম গৌরবের ও অহঙ্কারের। আজ থেকে ৪৬ বছর আগে ১৯৭১ সালের এই দিনে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাঙালী জাতি স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জন করে। বাংলাদেশের এই বিজয় ছিনিয়ে আনতে দীর্ঘ নয় মাস পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তাক্ত যুদ্ধ করেছিলো এ দেশের দামাল ছেলেরা। মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এই দিনে বাঙালি জাতি ছিনিয়ে আনে বিজয়ের লাল সূর্য। পাকিস্তানি হানাদার বাহিনী এদিন আত্মসমর্পণ করে মুক্তিকামী মানুষের কাছে। বিজয়ের ৪৬তম বার্ষিকীতে আজ পুরো জাতি পরম শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেছে মুক্তিযুদ্ধে আত্মদানকারী লাখো শহীদকে।

দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে পালিত হয়েছে নানা কর্মসূচি। মহান বিজয় দিবস উপলক্ষে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা, বিএনপির চেয়ারপারসন পৃথক বাণী দিয়েছেন।

শনিবার ১৬ ডিসেম্বর প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে সারা দেশে সব সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পালিত হয় নানা কর্মসূচি। শনিবার ভোরে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর্যায়ক্রমে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাগণ, বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনীতিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। চীন আন্তর্জাতিক বেতারের বাংলাদেশস্থ বিভিন্ন শ্রোতাসংঘ বিশেষ করে সাউথ এশিয়া রেডিও ক্লাবের চট্টগ্রাম, সিলেট, কিশোরগঞ্জ, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, কুমিল্লা, রাঙ্গামাটি সহ অন্যান্য জেলা ও উপজেলা শাখাও যথাযোগ্য মর্যাদায় শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে মহান বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান রাজধানীসহ সারা দেশে পুষ্পস্তবক অর্পণ, দোয়া, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করেছে।

মহান বিজয় দিবস উদযাপন এবং মুক্তিযুদ্ধের শহীদ বেদীতে মহান বীর শহীদদের শ্রদ্ধা জানাতে আসা বীর মুক্তিযোদ্ধা, সাংসদ সদস্য, সিটি মেয়র, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশিল সমাজ, আইনজীবী, সাংস্কৃতিক সংগঠক, চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতাসংঘের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দের সাথে আমি কথা বলেছি এবং তাদের কাছ থেকে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি ও বিজয় দিবসের আবেগ অনুভূতি জানার চেষ্টা করেছি।

শ্রোতাবন্ধুরা,

আপনারা এতক্ষণ শুনছিলেন বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানটি শুনার জন্য ধন্যবাদ।

দিদারুল ইকবাল

চীন আন্তর্জাতিক বেতার

বাংলাদেশ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040