বাইরের শক্তিগুলোকে দক্ষিণ চীন সাগর বিষয়ে নাক না-গলাতে বেইজিংয়ের তাগিদ
  2017-12-16 16:56:12  cri
ডিসেম্বর ১৬: বাইরের শক্তিগুলোকে দক্ষিণ চীন সাগর বিষয়ে নাক গলিয়ে পরিস্থিতির অবনতি ঘটানো থেকে বিরত থাকার তাগিদ দিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং গতকাল (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ তাগিদ দেন।

মুখপাত্র বলেন, চীন ও আসিয়ান দেশগুলোর যৌথ প্রচেষ্টায় দক্ষিণ চীন সাগর পরিস্থিতি দিন দিন উন্নত হচ্ছে। এ অবস্থায় বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ কাম্য নয়।

তিন আরও বলেন, বেইজিং দক্ষিণ চীন সাগরে নিজের ভূখণ্ডে শান্তিপূর্ণ নির্মাণকাজ চালাচ্ছে এবং প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করছে, যা খুবই স্বাভাবিক। এ ব্যাপারে কোনো কোনো দেশ উস্কানিমূলক প্রচার-প্রচারণা চালাচ্ছে, যা অগ্রহণযোগ্য।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের একটি থিংক ট্যাঙ্ক গত বৃহস্পতিবার উপগ্রহের ছবি প্রকাশ করে বলেছে, বেইজিং দক্ষিণ চীন সাগরের দ্বীপপুঞ্জে উচ্চ ফ্রিকোয়েন্সির রাডার ও অন্যান্য সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন দক্ষিণ চীনের নির্মাণকাজ বন্ধের আহ্বান জানান। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040