ইউন নানে লাওসের মন্ত্রীর সঙ্গে ওয়াং ই'র বৈঠক
  2017-12-16 16:54:30  cri
ডিসেম্বর ১৬: চীনের ইউন নান প্রদেশের তা লি শহরে ল্যানছাং-মেকং নদীসংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের তৃতীয় সম্মেলনের অবকাশে গতকাল (শুক্রবার) লাওসের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বৈঠকে ওয়াং ই বলেন, গত মাসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং লাওসে ঐতিহাসিক সফর করেন এবং সেটি ছিল অত্যন্ত ফলপ্রসূ। এখন দু'দেশের মূল কাজ হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা জোরদার করা এবং দু'দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট যৌথ কমিউনিটি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালানো।

জবাবে লাওসের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সফরটি একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তিনি আরও বলেন, তা দেশ চীনের সাথে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের আওতায় কৌশলগত সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। চীন বিভিন্ন ক্ষেত্রে লাওসকে যে সমর্থন দিয়েছে, তার জন্য তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040