যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়া ক্ষেপণাস্ত্র মহড়ার সমালোচনায় পিয়ংইয়ং
  2017-12-16 16:54:02  cri
ডিসেম্বর ১৬: যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়া ক্ষেপণাস্ত্র মহড়ার তীব্র সমালোচনা করেছে পিয়ংইয়ং। গতকাল (শুক্রবার) উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরস্ত্রীকরণ ও শান্তি গবেষণালয়ের মহাপরিচালক বলেন, এ তৎপরতা কোরীয় উপদ্বীপ পরিস্থিতির অবনতি ঘটাবে। খবর কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির।

মহাপরিচালক বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে অজুহাত হিসেবে দেখিয়ে, কোরীয় উপদ্বীপের জলসীমায় জাপান ও দক্ষিণ কোরিয়ার সাথে আবারও যৌথ ক্ষেপণাস্ত্র মহড়ায় অংশ নেয়। এটি চলতি বছর মার্কিন উদ্যোগে চুতর্থ মহড়া, যা কোরীয় উপদ্বীপ ও পার্শ্ববর্তী অঞ্চলের বিদ্যমান উত্তেজনা বাড়াবে।

তিনি মার্কিন কর্মকাণ্ডকে 'উস্কানিমূলক' আখ্যায়িত করে আরও বলেন, যুক্তরাষ্ট্রের এ কর্মকাণ্ড পূর্ব ও উত্তর এশিয়ায় নতুন করে অস্ত্র প্রতিযোগিতা ও শীতল যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে।(রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040