কোরিয় উপ-দ্বীপ পরমাণু অস্ত্রমুক্তকরণ ও শান্তি বজায় রাখা এবং সংলাপের মাধ্যমে তা বাস্তবায়নে চীন ও দক্ষিণ কোরিয়ার একই অবস্থান
  2017-12-15 19:57:41  cri

ডিসেম্বর ১৫: চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং আজ শুক্রবার বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, কোরিয় উপ-দ্বীপের পরমাণু অস্ত্রমুক্তকরণ ও শান্তি বজায় রাখা এবং সংলাপের মাধ্যমে তা বাস্তবায়নে চীন ও দক্ষিণ কোরিয়ার একই অবস্থান বজায় রাখে।

লু খাং বলেন, চীন ও দক্ষিণ কোরিয়ার নেতৃবৃন্দ গতকাল বৈঠকে কোরিয় উপদ্বীপের পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং জোর দিয়ে বলেন, সংলাপ ও সমন্বয়ের মাধ্যমে কোরিয় উপদ্বীপের সমস্যা মোকাবিলা করতে হবে। তিনি বলেন,দক্ষিণ কোরিয়ার সাথে শান্তি বৈঠক অব্যাহত রাখা ও বিনিময় জোরদার ত্বরান্বিত করতে ইচ্ছুক চীন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই-ইয়েনও জোর দিয়ে বলেন যে, তাঁর দেশ বরাবরই শান্তিপূর্ণ পদ্ধতির মাধ্যমে কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যা সমাধান সমর্থন করে। তিনি বলেন, চীনের সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইচ্ছুক সিউল।

(জিনিয়া ওয়াং/মহসীন/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040