'এক চীন নীতি' মেনে যথাযথভাবে চীনের তাইওয়ান সংশ্লিষ্ট সমস্যা মোকাবিলা করবে যুক্তরাষ্ট্র: বেইজিং
  2017-12-14 18:11:30  cri
ডিসেম্বর ১৪: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে বলেন,'এক চীন নীতি' হচ্ছে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের রাজনৈতিক ভিত্তি। চীনের তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সরকারি বা সামরিক বিনিময়ের দৃঢ় বিরোধিতা করে চীন। বেইজিং আশা করে 'এক চীন নীতি' এবং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিনটি যুক্ত ইশতাহার মেনে যথাযথভাবে চীনের তাইওয়ান সংশ্লিষ্ট সমস্যা মোকাবিলা করবে ওয়াশিংটন। যাতে চীন-মার্কিন সহযোগিতা এবং তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতার ক্ষয়ক্ষতি এড়ানো যাবে।

লু খাং আরো বলেন, যুক্তরাষ্ট্রের চীনের তাইওয়ান সম্পর্কিত বিলের বিধানে আইনগত বাধ্যবাধকতা না থাকলেও তা 'এক চীন নীতি' এবং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিনটি যুক্ত ইশতাহারের গুরুতর লঙ্ঘন। এটি চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ। আমরা আবারো জানাই যে, 'এক চীন নীতি' হচ্ছে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের রাজনৈতিক ভিত্তি। চীনের তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সরকারি বা সামরিক বিনিময়ের দৃঢ় বিরোধিতা করে চীন। বেইজিং আশা করে, 'এক চীন নীতি' এবং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিনটি যুক্ত ইশতাহার মেনে যথাযথভাবে চীনের তাইওয়ান সংশ্লিষ্ট সমস্যা মোকাবিলা করবে ওয়াশিংটন। যাতে চীন-মার্কিন সহযোগিতা এবং তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতার ক্ষয়ক্ষতি এড়ানো যাবে। (জিনিয়া ওয়াং/টুটুল/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040