দক্ষিণ কোরিয়ার সঙ্গে ঐতিহাসিক সত্যতা মনে রেখে এ অঞ্চলের শান্তি সুরক্ষা করতে চায় বেইজিং: চীনা মুখপাত্র
  2017-12-14 18:11:16  cri
ডিসেম্বর ১৪: চীনা জনগণের প্রতি দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ কোরীয় জনগণের পক্ষ থেকে দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের প্রদর্শিত বন্ধুত্ব ও মৈত্রীর প্রশংসা করে চীন। চীন ও দক্ষিণ কোরিয়া উভয়ই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শিকার দেশ। বেইজিং সিউলের সঙ্গে ইতিহাসের সত্যতা মনে রেখে অভিন্ন দায়িত্ব ও কর্তব্য বহন করতে এবং এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা করতে ইচ্ছুক।

আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং একথা বলেন।

উল্লেখ্য, ১৩ ডিসেম্বর হলো নানচিং গণহত্যার ৮০তম বার্ষিকী। গতকাল থেকে চীন সফররত মুন জায়ে-ইন বহুবার জানান, দক্ষিণ কোরীয় জনগণ চীনা জনগণের যন্ত্রণা ও কষ্ট একইভাবে অনুভব করেন। যারা মনে কষ্ট পেয়েছেন, তিনি দক্ষিণ কোরীয় জনগণের পক্ষ থেকে তাদের সমবেদনা জানান। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040