চীনের তিব্বতের সাংস্কৃতিক বিনিময় দলের সিঙ্গাপুর সফর
  2017-12-14 18:07:26  cri
ডিসেম্বর ১৪: চীনের তিব্বতবিষয়ক বিশেষজ্ঞ ও পণ্ডিত, তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সাংস্কৃতিক বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সংস্থার ব্যক্তিদের নিয়ে গঠিত একটি সাংস্কৃতিক বিনিময় দল ১১ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত সিঙ্গাপুর সফর করেন।

গত মঙ্গলবার সিঙ্গাপুরে চীনা সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত তিব্বতি ছবি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিব্বতের সাধারণ অবস্থা তুলে ধরাসহ এক আলোচনাসভার আয়োজন করে এ দলটি।

আলোচনাসভায় চীনের তিব্বেটোলজি রিসার্চ সেন্টারের ইতিহাস গবেষণালয়ের পরিচালক চিয়াং ইয়ুন বলেন, চীনের সংবিধান তিব্বতি ভাষার শিক্ষা ও ব্যবহার রক্ষা করে। তিব্বতি ভাষার উচ্চ পর্যায়ের বিশেষ দক্ষ লোকদের লালন করে চীন। তাছাড়া তিব্বতি ভাষার আধুনিকায়ন ও তিব্বতি ভাষার ক্লাসিক্যাল গবেষণা ত্বরান্বিত করা হয়।

তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের বৈদেশিক সাংস্কৃতিক বিনিময় কমিটির উপ-মহাসচিব কাও উয়েই তুং বলেন, গত ২৪ বছর ধরে তিব্বতে উচ্চ গতির উন্নয়ন বজায় রয়েছে। সড়কপথ, বিমান, রেলওয়ে নিয়ে গঠিত একটি সমন্বিত পরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে।

সফরকালে দলটি ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর এবং সিঙ্গাপুর ন্যাশনাল হেরিটেজ কমিটিসহ বিভিন্ন সংস্থার সঙ্গে বিভিন্ন আলোচনায় অংশ নেয় এবং বিনিময় করে। (জিনিয়া ওয়াং/টুটুল/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040