বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলনে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোনো অগ্রগতি হয়নি
  2017-12-14 16:41:49  cri
ডিসেম্বর ১৪: বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের একাদশ সম্মেলন গতকাল (বুধবার) আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে সমাপ্ত হয়। সম্মেলনে মন্ত্রীরা ধারাবাহিক সিদ্ধান্ত নিয়ে মতৈক্যে পৌঁছায়। ‌এতে বৈশ্বিক বাণিজ্য নিয়ে পরবর্তী আলোচনার ভিত্তি স্থাপন করা হয়।

বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক রবার্তো আজেভেদো বলেন, অনেক মতভেদ থাকার কারণে এবারের সম্মেলনে কৃষি ও মত্স্য শিল্পসহ কিছু গুরুত্বপূর্ণ আলোচ্যবিষয়ে কোনো অগ্রগতি হয় নি। তবে বিভিন্ন সদস্যের নিরলস প্রচেষ্টায় বিভিন্ন পক্ষ গুরুত্বপূর্ণ আলোচ্যবিষয় নিয়ে মত বিনিময় করেছে এবং সাফল্যের সঙ্গে ই-কমার্স ও পুঁজি সুবিধাকরণসহ বেশ কয়েকটি নতুন আলোচ্যবিষয় প্রণয়ন করেছে। তিনি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থা নিখুঁত না হওয়া সত্ত্বেও এটি হলো বর্তমানে শ্রেষ্ঠ বহুপক্ষীয় বাণিজ্যিক আলোচনার সংস্থা।

এবারের সম্মেলনের চেয়ারম্যান ও আর্জেন্টিনার সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুসানা মালকোরা বলেন, এবারের সম্মেলন বৈশ্বিক বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থার ভূমিকা বাড়িয়েছে। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040