ফিলিস্তিনের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেমকে স্বীকৃতি দিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা-ওআইসি
  2017-12-14 16:18:23  cri

ইসলামিক সহযোগিতা সংস্থা- ওআইসি'র শীর্ষ সম্মেলন গতকাল (বুধবার) তুরস্কের ইস্তান্বুলে অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে প্রকাশিত যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে ফিলিস্তিনের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেমের মর্যাদা চিহ্নিত করা হয়। সম্মেলনে ইসরাইলকে 'সন্ত্রাসবাদ' ও দখলকারী দেশ হিসেবে আখ্যায়িত করে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান ভাষণ দেন। জেরুজালেম ইসরাইলের রাজধানী হিসেবে যে কথা বলেছে, তা প্রত্যাহার করতে যুক্তরাষ্টের প্রতি আহ্বান জানান তিনি।

ফিলিস্তিন, ইরান, সৌদি আরব ও কাতারসহ ইসলামিক সহযোগিতা সংস্থার ৫০টিরও বেশি সদস্য দেশের শীর্ষ নেতা বা মন্ত্রী পর্যায়ের কর্মকর্তারা এবারের শীর্ষসম্মেলনে অংশ নেন। গত ৬ ডিসেম্বর ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির প্রেক্ষাপটে ইসলামিক সহযোগিতা সংস্থার পালাক্রমিক চেয়ারম্যান দেশ—তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের আহ্বানে এবারের শীর্ষসম্মেলন আয়োজিত হয়। সম্মেলন শেষে প্রকাশিত যৌথ বিজ্ঞপ্তিতে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে মর্যাদা দেওয়া হয়।

...............

তুর্কি প্রেসিডেন্ট তাঁর ভাষণে বলেন, ১৯৪৭ সাল থেকে ফিলিস্তিনের অনেক ভূমি দখল করে আছে ইসরাইল। ফিলিস্তিনীরা ইসরাইলের কঠোর বিধি নিষেধের মধ্যে জীবনযাপন করে। এ থেকে স্পষ্ট যে, ইসরাইল একটি 'সন্ত্রাসবাদ' ও আগ্রাসী আক্রমণ চালানো দেশ। তিনি আরো বলেন, ১৯৮০ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্বাক্ষরিত ৪৭৮ নম্বর প্রস্তাব অনুযায়ী, ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমের মর্যাদা চিহ্নিত করার যুক্তরাষ্ট্রের ঘোষণা অকার্যকর।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস বলেন, একটা দেশ হিসেবে ফিলিস্তিনকে আন্তর্জাতিক সমাজের স্বীকৃতি নিতে আমরা প্রচেষ্টা চালিয়ে এসেছি। যদি জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী হতে না পারে, তাহলে শান্তি ও স্থিতিশীলতা বাস্তবায়িত হবে না। তিনি আরো বলেন, ফিলিস্তিন ও ইসরাইলের শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার ভূমিকা ইতোমধ্যেই প্রশ্ন বিদ্ধ হয়ে গেল। ভবিষ্যতে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের যে কোন ভূমিকা মেনে নিতে রাজি হবে না ফিলিস্তিন । জাতিসংঘের সদস্য দেশ হিসেবে ফিলিস্তিনের মর্যাদা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও জাতিসংঘ সাধারণ পরিষদকে আবেদনপত্র দেবেন তিনি ।

...............

বহু বছর ধরে ইসলামিক সহযোগিতা সংস্থার বহুপক্ষীয় ফোরামের মাধ্যমে মুসলিম জগত্-এর প্রতি সমর্থনের প্রচেষ্টা চালিয়ে এসেছে তুরস্ক। বিশ্লেষকরা মনে করেন, এবারের শীর্ষসম্মেলন আয়োজন থেকে স্পষ্ট যে, ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমের মর্যাদা চিহ্নিত করায় যুক্তরাষ্ট্রকে বিরোধীতা করে ইসলামিক জগত্। সেই সঙ্গে, এতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ওআইসির সমর্থনের বিষয়ও তুলে ধরা হয়। তবে একটি কথা বলতে হবে যে, ইসলামিক সহযোগিতা সংস্থা একটি দুর্বল জোট, যা প্রতিশ্রুতি দিয়েছে, তার বাস্তবায়নে অনেক কঠিন হবে বলে মনে করা হয়। অন্যদিকে, ইসলামিক সহযোগিতা সংস্থার সদস্য দেশের মধ্যে সবসময় মতভেদ ও দ্বন্দ্ব লেগে আছে। ইসলামিক জগত্-এ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও, যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থসহ বিভিন্ন বিষয়ের প্রেক্ষাপটে মিসর ও সৌদি আরব সম্ভবত তুরস্কের কাছে আসবে না। সুতরাং, এবারের শীর্ষসম্মেলনে জেরুজালেম ইস্যুর চূড়ান্ত সমাধান কী হবে, তা দেখতে আরও অপেক্ষা করতে হবে।(ওয়াং হাইমান/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040