ইরানের পরমাণু সমস্যার সার্বিক চুক্তি দৃঢ়ভাবে সমর্থন করে বেইজিং
  2017-12-14 14:55:40  cri
ডিসেম্বর ১৪: ছয় জাতি ও ইরানের মধ্যে গতকাল (বুধবার) ভিয়েনায় ইরানের পরমাণু সার্বিক চুক্তি নিয়ে দশম অধিবেশন আয়োজিত হয়। ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক কার্যক্রম বিভাগের মহাসচিব হেলগা মারিয়া শমিদ অধিবেশনে সভাপতিত্ব করেন,মার্কিন,রুশ,বৃটিশ,ফরাসি,জার্মান প্রতিনিধিরা অধিবেশনে অংশ গ্রহণ করেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামরিক নিয়ন্ত্রণ বিভাগের প্রধান ওয়াং ছুন প্রতিনিধি দল নিয়ে অধিবেশনে অংশ নেন।

ওয়াং ছুন বলেন, ইরানের পরমাণু সার্বিক চুক্তিকে দৃঢ়ভাবে সমর্থন করে বেইজিং। এ চুক্তি আন্তর্জাতিক পরমাণু বিস্তার রোধ চুক্তির সংরক্ষণ এবং মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য অতি গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সমাজের অভিন্ন স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ। বর্তমানে চুক্তির আলোচনা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে পৌঁছেছে। ছয় জাতি ও ইরানের উচিত প্রতিশ্রুতি মেনে চলে তা বজায় রাখা। এর মধ্য দিয়ে ধাপে ধাপে পারস্পরিক আস্থা স্থাপন এবং মতভেদ নিয়ন্ত্রণ ও দূর করা সম্ভব।

আরাক ভারী পানি চুল্লীর মেরামত কাজের অগ্রগতি নিয়ে তিনি বলেন, সার্বিক চুক্তি ও বিভিন্ন পক্ষের মতৈক্য অনুসারে প্রকল্পের ব্যাপক অগ্রগতি বাস্তবায়ন করবে চীন। তাছাড়া, চীন সরকারের পক্ষ থেকে আইএইএ'র কাছে ইরানের তত্ত্বাবধান প্রকল্পে ১৫ লাখ ইউয়ান রেনমিনপি বরাদ্দ দেবে বলে ঘোষণা করেন তিনি। এর মাধ্যমে এ চুক্তিতে চীনের সমর্থন প্রতিফলিত হয়।

(সুবর্ণা/মহসিন/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040