টোকিওতে 'নানচিং ব্যাপক গণহত্যার' ৮০তম বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ অনুষ্ঠান
  2017-12-14 14:51:05  cri
ডিসেম্বর ১৪: ১৩ ডিসেম্বর চীনের নানচিং ব্যাপক গণহত্যার ৮০তম বার্ষিকী এবং গণহত্যায় নিহতদের স্মরণে চতুর্থ জাতীয় শোক দিবস। এ উপলক্ষ্যে জাপানের বেসরকারি যুদ্ধ বিরোধী দলের উদ্যোগে টোকিওতে বিভিন্ন স্মরণ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে ২০০ জনের অধিক জাপানী নাগরিক উপস্থিত ছিলেন।

নানচিং ব্যাপক গণহত্যার জীবিত ব্যক্তি ম্যাডাম লি সিউ ইংয়ের মেয়ে লু লিং অনুষ্ঠানে জাপানী নাগরিকদের সামনে জাপানী সেনাবাহিনীর ভয়ঙ্কর আরচণ বর্ণনা করেন। ম্যাডাম লি সিউ ইং ২০০৪ সালে মৃত্যুবরণ করেন। তাঁর মেয়ে লু লিং সংবাদকর্মীদের জানিয়েছেন, বহু বছর ধরে তাঁর মা নিজের আঘাত অন্যদের সামনে তুলে ধরার মাধ্যমে জাপানী আগ্রাসীদের ভয়ঙ্কর আচরণ সম্পর্কে অভিযোগ করে আসছেন এবং জাপান সরকারের দুঃখ প্রকাশের অপেক্ষায় ছিলেন। তবে তাঁর মৃত্যুর আগ পর্যন্ত জাপান সরকারের দুঃখ প্রকাশের কথা শুনে যেতে সক্ষম হননি।

স্মরণ অনুষ্ঠানে নানচিং ব্যাপক গণহত্যা ইতিহাস গবেষণা সমিতির উপ-প্রধান, নানচিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেং কুও সিয়াং বলেছেন, নানচিং ব্যাপক গণহত্যার প্রচুর প্রমাণ রয়েছে। জাপান সরকার তখন দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর ধারাবাহিক বিচার কার্যক্রম গ্রহণ করেছে। তবে বর্তমানে জাপানে মাঝে মাঝে ইতিহাস বিকৃতির অসুষম কন্ঠ শোনা যায়। (সুবর্ণা/মহসিন/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040