পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা
  2017-12-14 11:17:14  cri
ডিসেম্বর ১৪: গতকাল (বুধাবার) তুরস্কের ইস্তান্বুলে বিশেষ শীর্ষ সম্মেলন আয়োজনের পর প্রকাশিত এক তথ্য বিবরণীতে ইসলামী সহযোগিতা সংস্থা-ওআইসি পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে।

তথ্য বিবরণীতিতে সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশের কাছে ফিলিস্তিনকে স্বীকার করার পাশাপাশি পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন "অধিকৃত রাজধানী" হিসেবে স্বীকার করার তাগিদ দেয়া হয়। এছাড়া সংস্থাটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি জেরুজালেমের আইনি অবস্থান রক্ষা করে, ফিলিস্তিনের ভূমির ওপর ইসরায়েলের দখলদারিত্বে বাধা দেয়ার আহ্বান জানিয়েছে।

তথ্য বিবরণীতে বলা হয়, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা সিদ্ধান্ত "অকার্যকর" এবং এ সিদ্ধান্তের নিন্দা জানায় ওআইসি।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় বলেছেন, জেরুজালেমকে রক্ষার জন্য ইরান কোন পূর্বশর্ত ছাড়া সকল ইসলামী দেশের সঙ্গে সহযোগিতা করতে চায়। জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ বলেছেন, বিভিন্ন দেশের ঐক্যবদ্ধভাবে সমর্থন দেয়া উচিত, যাতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্থিন দেশের লক্ষ্য বাস্তাবায়ন করা যায়।

(প্রেমা/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040