যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়া সংলাপ ও যোগাযোগের ক্ষেত্রে তাত্পর্যসম্পন্ন পদক্ষেপ নিতে পারবে: চীনা মুখপাত্র
  2017-12-13 18:26:56  cri
ডিসেম্বর ১৩: যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়া একে অপরের কাছাকাছি এসে সংলাপ ও যোগাযোগের ক্ষেত্রে তাত্পর্যসম্পন্ন পদক্ষেপ নেবে বলে চীন আশা করে।

আজ (বুধবার) বেইজিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং একথা বলেন।

গতকাল (মঙ্গলবার) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সেদেশের এক নীতি ফোরামে বলেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক পদ্ধতিতে কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যার সমাধানের আশা পোষণ করে। উত্তর কোরিয়া প্রস্তুত হলে যুক্তরাষ্ট্র তার সঙ্গে পূর্বশর্তহীন আলোচনায় বসতে ইচ্ছুক বলে তিনি উল্লেখ করেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য প্রসঙ্গে চীনা মুখপাত্র বলেন, সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে কোরীয় উপদ্বীপের সমস্যার সমাধান হলো চীন সরকারের বরাবরের অবস্থান। উত্তেজনাসংকুল পরিস্থিতি প্রশমন এবং সংলাপকে এগিয়ে নিয়ে যাওয়ার সকল প্রচেষ্টাকে স্বাগত জানায় চীন।

(লিলি/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040