চীনের কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, রাষ্ট্রীয় কাউন্সিলর ইয়াং চিয়ে ছি'র সঙ্গে মার্কিন বৈদেশিক নীতি কমিটির প্রতিনিধি দলের সাক্ষাত্
  2017-12-13 16:00:09  cri

ডিসেম্বর ১৩: চীনের কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, রাষ্ট্রীয় কাউন্সিলর ইয়াং চিয়ে ছি গতকাল মঙ্গলবার বেইজিংয়ে মার্কিন বৈদেশিক নীতি কমিটির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত্ করেছেন।

সাক্ষাত্কালে ইয়াং চিয়ে ছি বলেন, চীন-মার্কিন সম্পর্কে দীর্ঘমেয়াদী সুষ্ঠু উন্নয়ন বজায় আছে, যা দু'দেশের মৌলিক স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ। দু'দেশের উচিত পরস্পরকে সম্মান করা, সহযোগিতা গভীর করা, মতভেদ মোকাবিলা করা, যাতে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরো স্থিতিশীলভাবে উন্নতি হয়।

মার্কিন প্রতিনিধি দলের দায়িত্বশীল ব্যক্তি বলেন চীনের সঙ্গে দু'দেশের সম্পর্ক আরো এগিয়ে নিতে ইচ্ছুক যুক্তরাষ্ট্র।

(জিনিয়া ওয়াং/মহসীন/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040