'ওয়ান প্লানেট' সামিট জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীনের অবদানের লক্ষ্য ও নীতি সবুজ অর্থায়ন এগিয়ে নেওয়ার জন্য কল্যাণকর: চীন
  2017-12-13 15:51:58  cri
ডিসেম্বর ১৩: চীনের জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ প্রতিনিধি সিয়ে জেন হুয়া গতকাল মঙ্গলবার প্যারিসে অনুষ্ঠিত 'ওয়ান প্লানেট' সম্মেলনে জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনের বাস্তব চর্চায় দেখা যায় যে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দীর্ঘমেয়াদী, কার্যকর ও স্বাধীন অবদানের লক্ষ্য ও সংশ্লিষ্ট নীতি নির্ধারণ করে সবুজ অর্থায়ন এগিয়ে নেওয়ার জন্য কল্যাণকর হবে।

সিয়ে জেন হুয়া বলেন, ২০০৯ সাল ও ২০১৫ সালে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং নিজস্ব অবদানের লক্ষ্য আলাদা আলাদাভাবে প্রকাশ করেছে চীন। জাতীয় স্বাধীন অবদানের লক্ষ্য বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট সরকারী নীতি নির্ধারিত হবে। যেমন মূল্য নীতি, কর নীতি ও রাজস্ব নীতি ইত্যাদি।

সরকারি তহবিল নিয়ে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা পরিচালনা নিয়ে সিয়ে জেন হুয়া বলেন, বিগত কয়েক বছরে ১২০টিরও বেশী উন্নয়নশীল দেশের এক হাজার ৬'শও বেশী ব্যক্তিকে প্রশিক্ষণ দিয়েছে বেইজিং। চীনের সহায়তা জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও তহবিল গড়ে তোলার সক্ষমতা উন্নত করবে।

তিনি আরো বলেন, বর্তমানে 'প্যারিস চুক্তি' বাস্তবায়নের সবচেয়ে কঠিন একটি ব্যাপার হলো তহবিলের অভাব। সে প্রেক্ষিতে 'ওয়ান প্লানেট' সম্মেলন আয়োজন বিশ্বের সবুজ অর্থায়ন এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

(জিনিয়া ওয়াং/মহসীন/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040