প্রসঙ্গ: জাতীয় শোক দিবস
  2017-12-13 15:18:22  cri


আজ চীনে গভীর শোকের দিন। কারণ, ১৩ ডিসেম্বর নানচিং গণহত্যা দিবস! জাতীয় শোক দিবস!

১৯৩৭ সালের ১৩ ডিসেম্বর জাপানের আগ্রাসী বাহিনী তত্কালীন চীনের রাজধানী নানচিংয়ে ভয়ঙ্কর আক্রমণ চালায়। তারা সেখানে ছয় সপ্তাহ ধরে বর্বর হত্যাকাণ্ড চালায়। ওই ৪০ দিন জাপানের সেনারা নির্মমভাবে প্রায় তিন লাখ যুদ্ধবন্দি ও বেসামরিক নাগরিককে হত্যা করে। তার মানে প্রতি ১২ সেকেন্ডে একজন চীনা মানুষ খুন করে জাপানিরা। সেই সঙ্গে নানচিংয়ের এক তৃতীয়াংশ স্থাপনা ধ্বংস করে। এটা শুধু চীনা জাতির জন্যই নয়, বরং মানব ইতিহাসের অন্ধকার এক অধ্যায়।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040