চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের চিয়াং সু প্রদেশের সু চৌ এলাকা পরিদর্শন
  2017-12-13 14:29:30  cri

চীনের প্রেসিডেন্ট, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, ও চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং গতকাল (মঙ্গলবার) দেশের চিয়াং সু প্রদেশের সু চৌ এলাকা পরিদর্শন করেন। সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের পর এটি তার প্রথম বেইজিংয়ের বাইরে যাওয়া। সু চৌ পরিদর্শনকালে প্রেসিডেন্ট সি পর্যায়ক্রমে 'সু কুং' গোষ্ঠী, 'সু চৌ' ব্যবস্থাপনা প্রকল্প এবং 'সু চৌ' মা চুয়াং গ্রাম পরির্দশন করেন।

চিয়াং সু প্রদেশের সু কুং গোষ্ঠী হচ্ছে যন্ত্রশিল্প খাতে বিশ্বের শীর্ষ দশটি শিল্পপ্রতিষ্ঠানের একটি। এ ক্ষেত্রে চীনের এই প্রতিষ্ঠানটিই একমাত্র প্রতিষ্ঠান যেটি শীর্ষ দশে স্থান করে নিয়েছে। বিভিন্ন সূচক অনুসারে প্রতিষ্ঠানটি বরাবরই চীনের যন্ত্রশিল্প খাতের শীর্ষস্থানে রয়েছে। মঙ্গলবার বিকেলে 'সু কুং' পরিদর্শনকালে প্রেসিডেন্ট সি প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। তিনি ক্রেন কপিকল ড্রাইভ কক্ষে গিয়ে সংশ্লিষ্ট কর্মীদেরকে সঙ্গে কপিকলের বৈশিষ্ট্য, উত্পাদনের সংখ্যা, ও দামসহ বিভিন্ন বিষয়ে আলাপ করেন, খোঁজখবর নেন। কথপোকথনের মাধ্যমে এই ধরনের নতুন আকারের কপিকলের বার্ষিক উত্পাদনের পরিমাণ এবং কপিকলের দাম সম্পর্কে ধারণা নেন প্রেসিডেন্ট সি। তিনি এই খাতের কর্মীদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, 'সু কুং' গোষ্ঠীকে গুরুত্ব দেয় সরকার। এই খাতের সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সম্পর্কেও তিনি জানতে চান। সি চিন পিং বলেন,

"চীন একটি বড় দেশ। আমাদের উচিত সবসময় বাস্তব অর্থনীতির উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা। ...আর বাস্তব অর্থনীতি উন্নত করতে চাইলে নির্মাণশিল্পকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। বর্তমানে এই খাতে নব্যতাপ্রবর্তন ও নতুন প্রযুক্তির প্রয়োজন আছে।"

পরে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং 'সু চৌ' জলাভূমি পার্ক পরিদর্শন করেন। প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকাটি রাষ্ট্রীয় জলাভূমি পার্কে পরিণত করা হয়। এই রূপান্তরের ভূয়সী প্রশংসা করেন প্রেসিডেন্ট সি। তিনি বলেন, এই রূপান্তরকাজ দেশের বাস্তব অবস্থা অনুযায়ী উন্নয়ন কৌশলে পরিবর্তন আনার নীতির সাথে সঙ্গতিপূর্ণ।

'সু চৌ' মা চুয়াং গ্রাম ছিল প্রেসিডেন্ট সি'র শেষ পরিদর্শনস্থল। গ্রামে এসে অধিবাসীদের হস্তশিল্পসংক্রান্ত অফিসকক্ষ পরিদর্শন করেন প্রেসিডেন্ট সি। এখানকার দারুণ সুন্দর হস্তশিল্প দেখে প্রেসিডেন্ট সি অনেক প্রশংসা করেন। তিনি হাসিমুখে পণ্যের দাম জানতে চান।

মা চুং গ্রামের সিপিসি'র সদস্যদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন প্রেসিডেন্ট সি। তিনি গ্রামের স্থিতিশীল উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সবাইকে কোমড় বেঁধে কাজ করতে হবে। সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের চেতনা কাজে লাগিয়ে গ্রামের ভবিষ্যত আরও সুন্দর করার আশাও প্রকাশ করেন তিনি।

মা চুং-এর গ্রামীণ অর্কেস্ট্রার সুনাম রয়েছে। এ গ্রামের সাংস্কৃতিক ভবনে এসে ঊনবিংশ জাতীয় কংগ্রেসের চেতনাকে নিয়ে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রেসিডেন্ট সি। তিনি গ্রামের অধিবাসীদের সমৃদ্ধ জীবনেরও প্রশংসা করেন। তিনি বলেন,

"'আত্মিক সভ্যতা' কেমন হয় তা এ গ্রামে এলে বোঝা যায়। গ্রামবাসীদের হাতে প্রচুর অর্থ আসা-ই যথেষ্ট নয়, তাদের আত্মিক উন্নতিও প্রয়োজন।"

(ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040