নানচিং গণহত্যা ও জাতীয় শোক দিবস পালন করেছে চীন
  2017-12-13 13:21:38  cri

ডিসেম্বর ১৩: আজ (বুধবার)) নানচিং শহরে নানচিং গণহত্যা ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠান আয়োজন করা হয়। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চলতি বছর নানচিং গণহত্যার ৮০তম বার্ষিকী। ১৯৩৭ সালের ১৩ ডিসেম্বর, আগ্রাসী জাপানি বাহিনী চীনের নানচিং শহরে টানা ৪০ দিন অবর্ণনীয় গণহত্যা চালায়। দূরপ্রাচ্য আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনাল এবং নানচিং সামরিক আদালতের বিচার ও তদন্ত অনুযায়ী, ব্যাপক গণহত্যায় ৩ লাখ চীনা মানুষ ও বন্দী হত্যা করা হয়। এ সময় ২০ হাজার চীনা নারী ধর্ষিত হয়। নানচিং শহরের তিন ভাগের এক ভাগ আগুনে পুড়িয়ে দেওয়া হয় এবং অনেক ক্ষয়ক্ষতি হয়।

২০১৪ সালের ফেব্রুয়ারিতে ১৩ ডিসেম্বরকে নানচিং গণহত্যা ও জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে চীন। এরপর থেকে প্রতিবছর দিবসটি পালন করা হয়।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040